Tragic Accident : উত্তরপ্রদেশের মির্জাপুরে পথ দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু, কঙ্গোতে নৌকো ডুবির ঘটনায় কমপক্ষে ৮৭ জনের মৃত্যু - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tragic Accident : উত্তরপ্রদেশের মির্জাপুরে পথ দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু, কঙ্গোতে নৌকো ডুবির ঘটনায় কমপক্ষে ৮৭ জনের মৃত্যু

Share This

 


নতুন দিল্লি, ০৪ অক্টোবর : উত্তরপ্রদেশের মির্জাপুরে শুক্রবার ভোর রাতে এক পথ দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত তিনজন। জানা গেছে, মির্জাপুর – বেনারস সীমান্তে একটি ট্রাক, ট্রাক্টর ট্রলিকে সজোরে ধাক্কা মারে। মির্জাপুরের পুলিশ সুপার অভিনন্দন জানিয়েছেন, ট্রাক্টর ট্রলিটিতে ১৩ জন যাত্রী ছিলেন। এরা সকলেই শ্রমজীবী। ট্রাকটি পিছন থেকে এসে ধাক্কা মারলে এই বিপত্তি ঘটে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের চিকিৎসায় যাবতীয় বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন।


এদিকে আফ্রিকী দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে লেককিভুতে নৌকো ডুবির ঘটনায় কমপক্ষে ৮৭ জনের মৃত্যু হয়েছে। এখনো ৭৮ জন নিখোঁজ বলে প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে। নৌকোটিতে মোট যাত্রীর সংখ্যা এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, অত্যধিক যাত্রী নিয়ে যাওয়া নৌকাটি একটি বড় ঢেউ এর ধাক্কা সামলাতে না পেরে কিতুকু বন্দরের ৭০০ মিটার দূরে ডুবে যায়। দক্ষিণ কিভুর মিনোভা শহর থেকে নৌকোটি গোমায় যাচ্ছিল।




PM Ekta Mall : হাঁপানিয়ায় পুরাতন জুটমিল মাঠে পিএম একতা মলের ভূমি পূজন সম্পন্ন, ১৫০ কোটি টাকা ব্যয়ে ৪.১৮ একর জায়গায় গড়ে উঠেছে এই মল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad