আগরতলা, ১৮ অক্টোবর : জলে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু দুই শিশুকন্যার। ঘটনা শ্রীনগর থানাধীন নাগিছড়া কালিদাস পাড়ায়। মৃত দুই নাবালিকার নাম পিংকি দাস বয়স ৯বছর ও উর্মিলা মারাক বয়স ১০ বছর । দুই জনের বাড়ি নাগিছড়া কালিদাস পাড়ায়। স্থানীয় লেইকে স্নান করতে গিয়েই এই বিপত্তি বলে জানা গেছে।
জানা গেছে শুক্রবার দুপুরে দুই নাবালিকা একসাথে স্থানীয় লেইকের জলে স্নান করতে যায়। কিন্তু দীর্ঘক্ষণ তারা বাড়িতে না আসায় পরিবারের তরফ থেকে খোঁজাখুঁজি শুরু হয়। এক সময় একজন শিশু কন্যার দেহ জলে ভেসে ওঠে। তাতে এলাকাবাসীর সন্দেহ হয়, পরে শ্রীনগর থানায় পুলিশ এবং আনন্দনগর ফায়ার সার্ভিস এবং এলাকাবাসীরা মিলে খোঁজাখুঁজির পর উদ্ধার হয় আরো এক শিশুকন্যার নিথর দেহ। দেহ দুটি আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসকরা দু জনকেই মৃত বলে ঘোষণা করেন। মুহূর্তে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে।
মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে ছুটে যায় শ্রীনগর থানার পুলিশ। মৃত তুই শিশু কন্যার পরিচয় দিতে গিয়ে পুলিশ জানায়, শিশু কন্যা পিংকি দাস বয়স ৯ বছর বাবা শঙ্কর দাস, কৈলাশহর বাড়ী। তিনি ভাড়া থাকেন নাগিছড়া কালীদাস পাড়ায়। অপর শিশুকন্যা উর্মিলা মারাক বয়স ১০ বছর, বাবা রাজেন মারাক, দুই জনের বাড়ি নাগিছড়া কালিদাস পাড়ায়। স্থানীয় লেইকের জলে স্নান করতে গিয়ে গভীর জলে দুজনে তলিয়ে যাওয়াতেই এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা বলে জানানো হয়।
Crime : পুলিশি হেফাজতে থাকা যুবকের মৃত্যু, উত্তেজিত জনতার মনু থানা ঘেরাও
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন