Land Forgery : ৯ কোটি টাকার জায়গার জালিয়াতি মামলায় গ্রেফতার ১, ৫ দিনের পুলিশ রিমান্ড চাইলো পুলিশ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Land Forgery : ৯ কোটি টাকার জায়গার জালিয়াতি মামলায় গ্রেফতার ১, ৫ দিনের পুলিশ রিমান্ড চাইলো পুলিশ

Share This

 


আগরতলা, ১৯ অক্টোবর : ৯ কোটি টাকার জায়গার জালিয়াতি মামলায় পুলিশের জালে আটক এক সোশ্যাল মিডিয়া রিপোর্টার। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে পশ্চিম থানার পুলিশ তাকে আটক করে। ধৃতের নাম রাজেশ ত্রিপুরা। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের স্বার্থে পাঁচদিনের রিমান্ড চেয়ে তাকে শনিবার আদালতে তোলা হয়।


আগরতলার পশ্চিম থানার ওসি পরিতোষ  দাস রাজেশ ত্রিপুরা মামলার সম্পর্কে বলতে গিয়ে জানান, ওয়ার্ল্ড এডুকেশন মিশনের অধিকর্তা হিমাংশু পাঞ্চাল পশ্চিম থানায় মামলা করেন ওয়ার্ল্ড এডুকেশন মিশনকে ৯ কোটি টাকার জায়গা দেবে বলে রাজেশ ত্রিপুরা সহ আরো পাঁচজন প্রতারণা করে  টাকা নিয়েছেন। এই অভিযোগ মূলে পশ্চিম থানার পুলিশ আগেই তিনজনকে গ্রেফতার করেছে, শুক্রবার গভীর রাতে চানমারি এলাকার রাজেশ  ত্রিপুরার বাড়ি থেকে  তাকে গ্রেফতার করা হয়। পুলিশ আরো বলেন আগরতলা শহরের টিভি, সি সি টিবি র দোকান সহ আরো অনেক জনের কাছে থেকে ১০ লক্ষ টাকা প্রতারণা করে নিয়েছিল রাজেশ ত্রিপুরা।





Tragic Incident : নাগিছড়ায় জলাশয়ে তলিয়ে ২ শিশুকন্যার মৃত্যু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad