নতুন দিল্লি, ২০ অক্টোবর : ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় IED বিস্ফোরণে ২ নিরাপত্তা কর্মী প্রাণহারিয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। আইটিবিপি, বিএসএফ এবং নারায়ণপুর জেলার ওরচা ও মোহন্দি এলাকা থেকে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এর একটি যৌথ দল শনিবার ধুরবেড়া এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে তাদের ক্যাম্পে ফেরার পথে মাওবাদীদের পুঁতে রাখা IED বিস্ফোরণ ঘটে। এতে আইটিবিপির ২ জওয়ানের মৃত্যু হয়। নারায়ণপুর জেলা পুলিশের দুইজন আহত হন। তাদের চিকিৎসার জন্য বিমানে নিয়ে যাওয়া হয় রাজধানী রায়পুরে।
অপরদিকে দিল্লির রোহিনি এলাকায় সিআরপিএফ স্কুলের বাইরে রবিবার সকালে এক বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বিস্ফোরণে স্কুলের প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের দোকানের ও পার্কিং- এ রাখা গাড়ির কাঁচ ভেঙে পড়ে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বোম্ব ডিসপোজাল স্কোয়াড, ফরেনসিক টিমও ঘটনাস্থলে পৌঁছেছে।
এদিকে রাজস্থানের ঢোলপুরে জাতীয় সড়কের ওপর গতরাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় বারো জনের মৃত্যু হয়েছে বলে খবর। জানা গেছে একটি স্লিপার যুক্ত বাস ও অটো রিকশোর মধ্যে ধাক্কা লাগলে এই ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই মহিলা ও শিশু। একটি বিবাহ অনুষ্ঠানে অংশ নিয়ে তাঁরা বাড়ি ফিরছিলেন। সংঘর্ষে অটো রিকশাটি ভেঙে গুঁড়িয়ে যায়। বাস চালক ও হেল্পার গুরুতর আহত অবস্থায় বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন