আমবাসা, ১২ এপ্রিল : আবারো লংতরাইভ্যালি মহকুমায় এম্বুলেন্সের মধ্যেই নিরাপদ সন্তান প্রসবের ঘটনায় সাধারণ মানুষের বাহবা পাচ্ছে ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবা। শুক্রবার সকালেও এই মহকুমা হাসপাতালের ১০২ অ্যাম্বুলেন্সে এক ফুটফুটে কন্যা সন্তান প্রসব করলেন মহকুমার হামবাই পাড়া ভিলেজের এক জনজাতি গৃহবধূ। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ অবস্থায় প্রাথমিক চিকিৎসা পাচ্ছে লংতরাইভ্যালি মহকুমা হাসপাতালে।
ধলাই জেলার জেলা অ্যাম্বুলেন্স পরিষেবা কো-অর্ডিনেটর সূত্রে জানা গেছে শুক্রবার সকাল ৮টা নাগাদ হামবাই পাড়া থেকে কুধু রুং রিয়াংয়ের পরিবারের লোকজন কল করেন ১০২ নম্বরে এম্বুলেন্সের সাহায্যের জন্য। তারা জানান একজন গর্ববতী মহিলাকে লংতরাইভ্যালি মহকুমা হাসপাতাল নিয়ে যাবে প্রসব করানোর জন্য। কল পাওয়ার কিছু সময়ের মধ্যেই অ্যাম্বুলেন্স গিয়ে পৌঁছায় হামবাই পাড়াতে এবং এম্বুলেন্সের মধ্যে থাকা ইমার্জেন্সি মেডিকেল টেকনিসিয়ান সাগর দাস এবং পাইলট নন্দগোপাল দাস রোগিনীকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুটা রাস্তা অতিক্রম করার পর গর্ভবতী মহিলার প্রসব যন্ত্রনা বাড়তে থাকে, সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্স দাঁড় করানো হয়। এম্বুলেন্সের মধ্যেই প্রসব করতে সাহায্যের হাত বাড়িয়ে দেন এম্বুলেন্সে থাকা ইমার্জেন্সি মেডিকেল টেকনিসিয়ান সাগর দাস এবং পাইলট নন্দ গোপাল দাস I এতে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম হয় I বর্তমানে মা এবং শিশু কন্যা সুস্থ অবস্থায় লংতরাইভ্যালি মহকুমা হাসপাতালে রয়েছেন I
ধলাই জেলার জেলা কো-অর্ডিনেটর ভবতোষ দাস জানান বিনামূল্যে এমন পরিষেবা পেয়ে মহকুমার লোকজন অনেকটাই খুশি । এদিনের ঘটনায় ধন্যবাদ জ্ঞাপন করেন কুধু রুং রিয়াংয়ের পরিবারের লোকজন। তিনি জানান এমন আরও অসংখ্য প্রসব হয়েছে ধলাই জেলার ১০২ অ্যাম্বুলেন্স গুলোতে I
Lok Sabha Election 2024 : পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণে আলপনা অঙ্কন অনুষ্ঠান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন