Governor of Tripura : এনআইটি-আগরতলায় উগাদি উৎসবের উদ্বোধনে রাজ্যপাল - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Governor of Tripura : এনআইটি-আগরতলায় উগাদি উৎসবের উদ্বোধনে রাজ্যপাল

Share This


 আগরতলা, ১৩ এপ্রিল : রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু শনিবার ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি), আগরতলায় উগাদি উৎসবের উদ্বোধন করেন। ইনস্টিটিউশনের বিশ্বেশ্বরাইয়া অডিটোরিয়ামে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করে রাজ্যপাল বলেন, এ ধরণের উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ় হয়। এই উৎসবের আয়োজন করায় রাজ্যপাল এনআইটি-আগরতলা কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানান। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ফার্স্ট লেডি রাজ্যপাল পত্নী রেণুকা নান্নু উপস্থিত ছিলেন।


 অনুষ্ঠানে এনআইটি-আগরতলার ডিরেক্টর প্রফেসর অভয় কুমার, এনআইটি আগরতলার ডিরেক্টর ইনচার্জ প্রফেসর অজয় কুমার দাস, ডিন প্রফেসর জন দেববর্মা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন এনআইটি'র ডিন স্টুডেন্ট ওয়েলফেয়ার প্রফেসর উত্তম বেহতার। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ছাত্র সংগঠনের সহসভাপতি রেহানা বিন মহম্মদ। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।





Health Care : ১০২ এম্বুলেন্সের মধ্যেই কন্যাস্তানের জন্ম, খুশির আবহ লংতরাইভ্যালির হামবাই পাড়ায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad