নতুন দিল্লি, ২ ফেব্রুয়ারি : ভারত আইসিসি অনুর্ধ্ব ১৯ মহিলাদের T-20 বিশ্বকাপ ক্রিকেটে খেতাব জিতেছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বায়ুয়েমাস ওভালে, ভারত আজ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে দিয়েছে। দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮২ রান তোলে। মাইকি ভান ভুর্স্ট সর্বোচ্চ ২৩ রান করেন।
ভারতের গঙ্গাড়ি তৃষা তিনটি ইউকেট পান। বৈষ্ণবী শর্মা, আয়ুসী শুক্লা এবং পারুমিকা শশীদিয়া দু’টি করে উইকেট নিয়েছেন।
ভারত জয়ের জন্য ৮৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১২ ওভারে মাত্র একটি উইকেট হারিয়ে অভিষ্ট্য লক্ষ্যে পৌঁছে যায়। গঙ্গাড়ি তৃষা ৪৪ রানে অপরাজিত থাকেন। তিনি ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। সানিকা চ্যলকে ২৬ রানে অপরাজিত থাকেন। এবারের প্রতিযোগিতায় গঙ্গাড়ি তৃষা তাঁর অসাধারণ পারদর্শিতার জন্য সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন। তিনি এবারের প্রতিযোগিতায় ৩০৯ রান করেন।
এদিকে মুম্বাই এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত আজ পঞ্চম তথা শেষ T-20 ক্রিকেটে ইংল্যান্ডের মুখোমুখি হয়। খেলা শুরু হয় সন্ধ্যা সাতটায়। পাঁচ ম্যাচের সিরিজে ভারত ইতিমধ্যেই ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। টি-টোয়েন্টি সিরিজের পর ভারত ও ইংল্যান্ডের মধ্যে তিনটি একদিবসীয় ম্যাচের আয়োজন হয়েছে। আগামী বৃহস্পতিবার সিরিজ শুরু হবে, বাকি ম্যাচগুলি এই মাসের ৯ এবং ১২ তারিখে নির্ধারিত রয়েছে।
অপরদিকে এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী শুটার আশি চৌকসি, মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে স্বর্ণপদক জয়ের পথে দেরাদুনে স্বর্ণপদক জয়ের পথে জাতীয় রেকর্ড ভেঙেছেন। ২২ বছর বয়সী চৌকসি, স্কোর ৫৯৮; ২০২৩ সালে সিফট কৌর সামরারের ৫৯৪ রেকর্ডটি ভেঙে দেন তিনি।
Union Budget 2025 : লোকসভায় ২০২৫-২৬ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন