Narendra Modi : ভারত এক দেশ এক নাগরিক সংহিতার দিকে এগিয়ে চলেছে - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Narendra Modi : ভারত এক দেশ এক নাগরিক সংহিতার দিকে এগিয়ে চলেছে

Share This


 নতুন দিল্লি, ০১ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন ভারত এক দেশ এক নাগরিক সংহিতার দিকে এগিয়ে চলেছে, যা ধর্ম নিরপেক্ষ। গতকাল গুজরাটের কেভাদিয়ায় রাষ্ট্রীয় একতা দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, এই নীতি বলবৎ হলে ভেদাভেদের পরিসমাপ্তি ঘটবে। 


প্রধানমন্ত্রী আরো বলেন আজ দেশে আধার একমাত্র পরিচয় পত্র হিসেবে মান্যতা পেয়েছে এবং সারা বিশ্বে এই বিষয়ে আলোচনা হচ্ছে। আগে দেশে বিভিন্ন ধরনের কর প্রদান করতে হতো এখন তা সংস্কার করে এক জাতি এক কর ব্যবস্থা জিএসটি চালু হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে এক জাতি এক স্বাস্থ্য বীমার ব্যবস্থা চালু করা সম্ভব হয়েছে।দেশে একতা বজায় রাখার লক্ষ্যে এইসব পদক্ষেপ করা হয়েছে বলে তিনি জানান।





Rashtriya Ekta Diwas : নরসিংগড়ের পুলিশ ট্রেনিং মাঠে রাষ্ট্রীয় একতা দিবসের শপথ বাক্য পাঠ করালেন মুখ্যমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad