ধর্মনগর, ০২ নভেম্বর : চুরি করতে এসে এবারে আটক এক কুখ্যাত চোর। উদ্ধার নগদ অর্থ ও স্বর্নালংকার। ঘটনা ধর্মনগর রাজবাড়ী দুর্গাপুর এলাকায়। জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ রাজবাড়ী দুর্গাপুর এলাকার বাসিন্দা আইনজীবী সাহিম উদ্দিন বিশেষ কাজে পরিবার নিয়ে টঙ্গী বাড়ি এলাকায় যান। সেখান থেকে বাড়ি ফিরে দেখতে পান এক চোর ঘরের ছাউনির টিন খোলে ঘর থেকে পালিয়ে যাচ্ছে। তখন চিৎকার চেঁচামেচি করলে আশপাশের লোকজন ছুটে এসে ঐ চোরকে আটক করেন। গৃহ স্বামীর দাবি এই চোরের সাথে সহযোগী আরো কয়েকজন থাকতে পারে। পরিণামৃত চোরকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন