Bhaifota Programme : ভ্রাতৃদ্বিতীয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তের বোনেদের কাছ থেকে ফোঁটা নিলেন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Bhaifota Programme : ভ্রাতৃদ্বিতীয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তের বোনেদের কাছ থেকে ফোঁটা নিলেন মুখ্যমন্ত্রী

Share This

 


আগরতলা, ৩ নভেম্বর : ভাইয়ের দীর্ঘ আয়ু ও মঙ্গল কামনায় বোনেরা ফোঁটা দেন। পাশাপাশি বোনেদের সুখ, সমৃদ্ধি ও সুরক্ষায় ভাইয়েরাও অঙ্গিকারবদ্ধ হন। ভ্রাতৃদ্বিতীয়া আমাদের পরম্পরা। আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রীতি ও পরম্পরা মেনে আয়োজিত ভ্রাতৃদ্বিতীয়া অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার মঙ্গল কামনা করে ভাইফোঁটা দেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বোনেরা।


মুখ্যমন্ত্রী ভ্রাতৃদ্বিতীয়ার পুণ্যলগ্নে বোনেদের মঙ্গল কামনা করে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের সর্বাঙ্গীন বিকাশ ও তাদের আর্থ সামাজিক মানোন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। মহিলাদের কল্যাণ ও সুবিধার্থে রাজ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।




Thief Arrested : ধর্মনগর রাজবাড়ী থেকে হাতে নাতে আটক চোর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad