Uttarakhand Bus Accident : গভীর খাদে পড়লো যাত্রী বোঝাই বাস, মৃত্যু হয়েছে ৩৬, আহত ১৯ জন যাত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Uttarakhand Bus Accident : গভীর খাদে পড়লো যাত্রী বোঝাই বাস, মৃত্যু হয়েছে ৩৬, আহত ১৯ জন যাত্রী

Share This

 


নতুন দিল্লি, ৪ নভেম্বর : উত্তরাখন্ডের আলমোড়া জেলায় গভীর খাদে পড়লো বাস । ভয়াবহ এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত  হয়েছে ৩৬, আহত ১৯ জন। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ৫৫ জন যাত্রী নিয়ে ওই বাসটি সোমবার সকালে নৈনি ডান্ডা থেকে রামনগর যাচ্ছিল বলে খবর। আলমোড়ার কুপি এলাকায় যেতেই বাসটি ২০০ মিটার গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা।


জেলা প্রশাসন সূত্রে খবর, বাসটি ছিল ৫৫টি আসনের। দুর্ঘটনায় সেটা প্রায় ২০০ মিটার গভীর একটা খাদে পড়ে যায়। মারচুলা এলাকায় ঘটে এই  ঘটনা। গারোয়ালের পাউরি থেকে  কুমায়ুনের রামনগরের দিকে যাচ্ছিল বাসটি। প্রায় ২৫০ কিমি রাস্তা রাতভর জার্নি করে।  রামপুর থেকে প্রায় ৩৫ কিমি আগে বাসটি দুর্ঘটনার মুখে পড়ে। 


জানা গেছে এদিন সকাল ৮টা ২৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কাছাকাছি গ্রামের বাসিন্দারা বিকট একটা আওয়াজ শুনে ঘটনা স্থলে ছুটে আসেন। এরপর তারাই উদ্ধারকাজ শুরু করেন। এদিকে বহু যাত্রীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। ৯জনকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু রাস্তাতেই মৃৃত্যু হয় তাদেরও। তিনজন যাত্রীকে আকাশপথে এইমসে নিয়ে যাওয়া হয় বলে জানানো হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক। 


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যপাল গুরমিত সিং এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি  ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ এবং আহতদের এককালীন ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। রাজ্য সরকারের তরফে মৃতদের নিকটাত্মীয়দের  ৪ লক্ষ এবং আহতদের ১ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 





Bhaifota Programme : ভ্রাতৃদ্বিতীয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তের বোনেদের কাছ থেকে ফোঁটা নিলেন মুখ্যমন্ত্রী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad