আগরতলা, ৭ নভেম্বর : ভারত স্কাউটস এন্ড গাইডস'র ৭৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন ও ফ্ল্যাগ ডে উপলক্ষ্যে আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে স্কাউটস এন্ড গাইডস'র ত্রিপুরা শাখার সদস্যরা ভারত স্কাউটস এন্ড গাইডস'র স্কার্ভ, ওয়াগল এবং ফ্ল্যাগ পরিয়ে দেন। মুখ্যমন্ত্রী ভারত স্কাউটস এন্ড গাইডস তহবিলে অর্থ দান করেন। ভারত স্কাউটস এন্ড গাইডস যে লক্ষ্য নিয়ে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে, মুখ্যমন্ত্রী তার প্রশংসা করেন।
অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, ভারত স্কাউটস এন্ড গাইডস'র আধিকারিক রমেন্দ্র রিয়াৎ, স্কাউটস এন্ড গাইডস'র স্টেট সেক্রেটারি লিটন শীল, স্টেট অর্গানাইজিং কমিশনার গাইড সীমা মজুমদার এবং ভলান্টিয়ার রিয়া পাল উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন