Dr. Manmohan Singh : প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং প্রয়াত, সারা দেশে ৭ দিনের রাষ্ট্রীয় শোক - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Dr. Manmohan Singh : প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং প্রয়াত, সারা দেশে ৭ দিনের রাষ্ট্রীয় শোক

Share This

 


আগরতলা, ২৭ ডিসেম্বর : ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। তাঁর প্রতি সম্মান প্রদর্শন স্বরূপ সারা দেশে ৭ দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল রাতে নয়াদিল্লীর এইমসে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ২৬ ডিসেম্বর, ২০২৪ থেকে ১ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত এই রাষ্ট্রীয় শোক পালন করা হবে।


 ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই সংবাদ জানিয়ে বলা হয়েছে, রাষ্ট্রীয় শোক চলাকালীন সময়ে সারা দেশের যে সমস্ত স্থানে জাতীয় পতাকা নিয়মিত উত্তোলিত থাকে সেখানে পতাকা অর্ধনমিত থাকবে। এই সময়ে সরকারিভাবে কোন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে না। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর অন্ত্যেষ্টিক্রিয়া রাষ্ট্রীয় মর্যাদায় সম্পাদন করা হবে। অন্ত্যেষ্টিক্রিয়ার দিন বিভিন্ন দেশে ভারতের মিশন/হাই কমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।


রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

রাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেন, ডঃ মনমোহন সিং সেই বিরল রাজনীতিবিদদের মধ্যে একজন যিনি একই রকম স্বাচ্ছন্দ্যে শিক্ষা ও প্রশাসনের কাজ করেছেন। ভারতীয় অর্থনীতির সংস্কারে সরকারি অফিসে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ।


কেন্দ্রীয় মন্ত্রিসভা, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে। মন্ত্রিসভার বৈঠকে গৃহীত শোক প্রস্তাবে ডক্টর সিং-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা হয়েছে, দেশ একজন বিশিষ্ট রাষ্ট্রনেতা, প্রখ্যাত অর্থনীতিবিদ এবং বিশিষ্ট এক নেতাকে হারালো। জাতীয় জীবনে তাঁর যথেষ্ট প্রভাব ছিল। দু-মিনিট মৌন অবলম্বন করে মন্ত্রিসভা আরো জানিয়েছে, ১৯৯১ থেকে ৯৬, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকার সময় অর্থনৈতিক সংস্কারের সর্বাত্মক নীতি, ভালভাবে স্বীকৃত হয়েছিল। শোক প্রস্তাবে ডক্টর সিং-এর বিদ্যাবত্তা এবং সরকার ও জনজীবনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করা হয়। শেষকৃত্ত্যের দিন সব কেন্দ্রীয় সরকারি এবং রাষ্ট্রায়ত্ত সংস্থায় অর্ধদিবস ছুটি থাকবে।


প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং-এর অন্তিম যাত্রা আগামীকাল সকাল সাড়ে ৯ টায় নতুন দিল্লির কংগ্রেস সদর দপ্তর থেকে শুরু হবে। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল সমাজমাধ্যমে জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর নশ্বর দেহ আজ দিল্লিতে তাঁর বাসভবনে শায়িত থাকবে জনগণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। আগামীকাল সকালে মরদেহ কংগ্রেস দপ্তরে নিয়ে যাওয়া হবে। সেখানে দলীয় কর্মী এবং জনগণ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। 





CM Special Scholarship : লক্ষ্য-চিফ মিনিস্টার'স স্পেশাল স্কলারশিপ বৃত্তি পেলো ইউপিএসসি প্রত্যাশী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad