আগরতলা, ২৮ ডিসেম্বর : কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুফল সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছানোর ক্ষেত্রে টিসিএস আধিকারিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধনের কাজও করে থাকেন টিসিএস আধিকারিকগণ। শনিবার দশমীঘাট মুক্তমঞ্চে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দশমীঘাট এলাকাবাসীদের মধ্যে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন প্রায়শই সমাজসেবামূলক কাজ করে থাকে। এর আগেও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলা পুর নিগমের ৭০০ জন সাফাই কর্মচারিদের শীতবস্ত্র প্রদান করা হয়েছিল। এধরণের সমাজ সেবামূলক কাজ নিশ্চয়ই প্রশংসনীয়। মুখ্যমন্ত্রী বলেন, জনগণের সমস্যা সমাধানে রাজ্য সরকার যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করে তা রূপায়ণে টিসিএস আধিকারিকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আধিকারিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ফলে সাম্প্রতিক বন্যা সহ নানা বিপর্যয় সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রশাসনকে গতিশীল ও জনকল্যাণমুখী করে তুলতে রাজ্য সরকার দায়বদ্ধভাবে কাজ করছে। এক্ষেত্রে টিসিএস আধিকারিকগণও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র-ইন- কাউন্সিলর তুষার কান্তি ভট্টাচার্য এবং ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ কুমার চাকমা। অনুষ্ঠানে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অসীম সাহা বলেন, দশমীঘাট এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ৪০০ জনকে আজ শীতবস্ত্র তুলে দেওয়া হয়। সামাজসেবামূলক কর্মকান্ডের পাশাপাশি টিসিএস আধিকারিকগণ সরকারি বিভিন্ন নীতি নির্দেশিকা রূপায়ণেও সর্বদা সচেষ্ট থাকেন। এদিকে আজ বিকালে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ৩৩নং পুর ওয়ার্ডের বাঁশ বাজার এলাকায় আরও একটি শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করে এলাকাবাসীদের মধ্যে শীতবস্ত্র তুলে দেন।
একই সাথে আজ কৃষ্ণনগরস্থিত নাইন মানুষে বুলেটস ক্লাবের ৬০তম বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা । এখানে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যের ক্লাবগুলি সারা বছর সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে নিজেদের জড়িয়ে রাখে। ফুটবল খেলার মাধ্যমে নাইন বুলেটস ক্লাব রাজ্যব্যাপী একটা বিশেষ পরিচিতি লাভ করেছে। ক্রীড়ার পাশাপাশি এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়নে এবং দুঃস্থদের প্রতিও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নাইন বুলেটস ক্লাব। রাজ্যের প্রতিটি ক্লাব সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে এলাকায় একটা সুস্থ পরিবেশ গড়ে তুলছে। এলাকায় গার্হস্থ্য সমস্যা সমাধানেও ক্লাবগুলি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করছে। রাজ্যের প্রতিটি ক্লাব নেশার বিরুদ্ধে সোচ্চার হলেই নেশামুক্ত ত্রিপুরা গঠন করা সম্ভব হবে। মুখ্যমন্ত্রী বলেন, এর জন্য গণজাগরণ গড়ে তোলা প্রয়োজন।
অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন, মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সারা রাজ্যব্যাপী রক্তদান আজ উৎসবে পরিণত হয়েছে। নাইন বুলেটস ক্লাব খেলাধুলার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে নিজেদের জড়িয়ে রেখেছে। যা আগামী দিনেও বজায় থাকবে বলে মেয়র শ্রীমজুমদার আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন আগরতলা পুরনিগমের ১৯নং ওয়ার্ডের কর্পোরেটর ভাস্বতী দেববর্মা এবং নাইন বুলেটস ক্লাবের সেক্রেটারি অপু সরকার শূর।
Dr. Manmohan Singh : প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং প্রয়াত, সারা দেশে ৭ দিনের রাষ্ট্রীয় শোক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন