Home Gurad & Civil Defence : আগরতলায় ৬২তম গৃহরক্ষী ও অসামরিক প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা দিবস উদযাপন, বিগত দিনে হোম গার্ড থেকে উচ্চ পদে চাকরি পেয়েছেন ৮৩০ জন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Home Gurad & Civil Defence : আগরতলায় ৬২তম গৃহরক্ষী ও অসামরিক প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা দিবস উদযাপন, বিগত দিনে হোম গার্ড থেকে উচ্চ পদে চাকরি পেয়েছেন ৮৩০ জন

Share This

 


আগরতলা, ৬ ডিসেম্বর : দেশের শান্তি, সম্প্রীতি ও সুস্থিতি বজায় রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একতাবোধ ও পারস্পরিক সহযোগিতা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল হাতিয়ার। শুক্রবার মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে ৬২তম গৃহরক্ষী এবং অসামরিক প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা একথা বলেন। অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, আমাদের দেশের সামগ্রিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। রাজ্যের সার্বিক বিকাশে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।


 শিল্প ও বাণিজ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত সকলকে দুর্যোগ মোকাবিলা প্রস্তুতির শপথ বাক্য পাঠ করান। কুচকাওয়াজ অনুষ্ঠানে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি প্ল্যাটুন, গৃহরক্ষী বাহিনীর দুটি প্ল্যাটুন, অগ্নিনির্বাপক বাহিনীর একটি প্ল্যাটুন এবং অসামরিক সুরক্ষা বাহিনীর একটি প্ল্যাটুন সহ তিনটি ব্যান্ড দল অংশগ্রহণ করে।


বক্তব্য রাখতে গিয়ে শিল্প ও বাণিজ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার যুব সমাজকে নেশার কবল থেকে দূরে রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ক্লাব, এনজিও সহ সাধারণ নাগরিকদেরও তাদের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে আরক্ষা বাহিনীর আইজিপি (ক্রাইম অ্যান্ড ইন্টিলিজেন্স) এল ডার্লং বলেন, গৃহরক্ষী বাহিনী রাজ্যের বিভিন্ন থানা সহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। উগ্রপন্থা দমনে তাদের বিশেষ ভূমিকা ছিল। তাছাড়াও রাজ্যের বিপর্যয় মোকাবিলায় অসামরিক সুরক্ষা বাহিনীর অবদান অনস্বীকার্য। তিনি বলেন, রাজ্য সরকার হোমগার্ড ও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের কল্যাণে বিভিন্ন প্রকল্পে কাজ করে যাচ্ছেন। এ সম্পর্কে তিনি বলেন পুলিশ কনস্টেবল, ফায়ারম্যান, জেল ওয়ার্ডেন এর চাকুরীর ক্ষেত্রে ৩৫ শতাংশ পদ হোমগার্ড ও ২ শতাংশ পথ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত রেখেছে। তিনি তথ্য দিয়ে জানান, বিগত দিনে ৮৩০ জন হোম গার্ড পুলিশ কনস্টেবল, অগ্নি নির্বাপক দপ্তর ও কারাদপ্তরে চাকুরী পেয়েছে । একই সাথে ডাইন হারনেস স্কিমে ২৭২ জনের পরিবার উপকৃত হয়েছে।


 অনুষ্ঠান উপলক্ষে রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নানল্লু ও মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার অভিনন্দন বার্তা পাঠ করেন অসামরিক সুরক্ষা বাহিনীর অধিকর্তা জে ভি দোয়াতি। অনুষ্ঠানে ১৫ জন অসামরিক সুরক্ষা স্বেচ্ছাসেবক ও আপদামিত্রকে সংবর্ধনা প্রদান করা হয়।






Level Bal Vaigyanik Pradarshani : উদয়পুরের চন্দ্রপুর কলোনী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শুরু হলো ২দিনব্যাপী বাল বৈজ্ঞানিক প্রদর্শনী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad