Level Bal Vaigyanik Pradarshani : উদয়পুরের চন্দ্রপুর কলোনী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শুরু হলো ২দিনব্যাপী বাল বৈজ্ঞানিক প্রদর্শনী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Level Bal Vaigyanik Pradarshani : উদয়পুরের চন্দ্রপুর কলোনী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শুরু হলো ২দিনব্যাপী বাল বৈজ্ঞানিক প্রদর্শনী

Share This

 


উদয়পুর, ৫ ডিসেম্বর : বিজ্ঞান ব্যতীত আমাদের দৈনন্দিন জীবন অসম্ভব। বিজ্ঞান জীবনের সঙ্গে জড়িত। বৃহস্পতিবার উদয়পুরের চন্দ্রপুর কলোনী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ২দিনব্যাপী গোমতী জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন। জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী উপলক্ষেও বিজ্ঞান বিষয়ক এক সেমিনারেরও আয়োজন করা হয়।


 অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীরা বিভিন্ন মডেল নিয়ে এই বিজ্ঞান মেলায় অংশ নিয়েছে। ছাত্রছাত্রীদের বিজ্ঞান ভাবনাকে প্রকাশ করার জন্য এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, বিজ্ঞান চেতনার প্রসার ও বিকাশে বিজ্ঞান মেলার গুরুত্ব অপরিসীম। ডিজিটাল ইন্ডিয়া- ডিজিটাল ত্রিপুরা গড়ে তোলার জন্য বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজ্ঞান চেতনার প্রসারে ভারতকে বিশ্বের সামনে তুলে ধরেছেন।


অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক অভিষেক দেবরায় ও উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চন্দ্রপুর কলোনী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল মৌসুমী সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমতী জেলা শিক্ষা আধিকারিক বিকাশ নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পীরাণী দাস ও উদয়পুর মহকুমার মহকুমা শাসক ত্রিদিব সরকার। জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ৬১টি মডেল প্রদর্শিত হয়েছে। আগামীকাল এই মেলার সমাপ্তি হবে।




Fishery & Animal Resources : উত্তর ত্রিপুরা জেলায় মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের পর্যালোচনা সভায় মন্ত্রী সুধাংশু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad