Birth Anniversary of Netaji : যথাযোগ্য মর্যাদায় রাজ্যে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিবস উদযাপিত - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Birth Anniversary of Netaji : যথাযোগ্য মর্যাদায় রাজ্যে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিবস উদযাপিত

Share This


 আগরতলা, ২৩ জানুয়ারি : দেশের স্বাধীনতা আন্দোলনে অন্যতম কিংবদন্তী নেতা ছিলেন নেতাজী সুভাষচন্দ্র বসু। দেশকে স্বাধীন করার জন্য যেভাবে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন তা সবসময়ই চিরস্মরণীয় হয়ে থাকবে। সুভাষচন্দ্র বসুর এই আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে বেশি করে তুলে ধরতে হবে। বৃহস্পতিবার নেতাজী সুভাষ বিদ্যানিকেতন মাঠে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন।


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, নেতাজী ছিলেন দেশের স্বাধীনতা আন্দোলনের একজন আপোষহীন যোদ্ধা। ব্রিটিশ শাসক নেতাজীকে ১১ বার কারারুদ্ধ করেও আটকাতে পারেননি। নেতাজী ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জাপানের রাজনৈতিক, কূটনৈতিক সহযোগিতা নিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। নেতাজীর বিখ্যাত উক্তি 'তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব' আজও দেশবাসীর মনে স্মরণীয় হয়ে আছে। নেতাজীর দেশপ্রেম যুব সমাজকে আরও বেশি করে উপলব্ধি করতে হবে। নেতাজীর দেশপ্রেম ও আত্মত্যাগের ইতিহাস স্মরণীয় করে রাখার জন্য বর্তমান কেন্দ্রীয় সরকার নেতাজীর জন্মদিনকে 'পরাক্রম দিবস' হিসেবে ঘোষণা করেছেন।


অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের বিদ্যালয় পরিচালন কমিটির সহ সভাপতি ডা. দিলীপ কুমার দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত এবং বিদ্যালয় পরিচালন কমিটির সম্পাদক তপন চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করেন। শোভাযাত্রায় নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রী সহ অন্যান্য বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন।


এদিকে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু নেতাজী জন্মজয়ন্তীতে আজ সকালে মহারাজগঞ্জ বাজারের সন্নিকটে নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে মহান এই স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রাজ্যপাল ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষচন্দ্র বসুর অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, নেতাজী দেশের যুব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। রাজ্যপাল রাজ্যবাসীকে বিশেষ করে যুবাদের নেতাজীর আদর্শ ও উদ্দীপনা অনুসরণ করতে আহ্বান জানান। রাজভবন থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।







Industry & Commerce : ২৯ জানুয়ারি থেকে শুরু ৩৫তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা, ৭ ও ৮ ফেব্রুয়ারি হবে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad