Ahmedabad Plane Crash : আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় উদ্ধার ব্ল্যাক বক্স, ব্যাপক জীবনহানিতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Ahmedabad Plane Crash : আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় উদ্ধার ব্ল্যাক বক্স, ব্যাপক জীবনহানিতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

Share This

 


নতুন দিল্লি, ১৩ জুন : আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে তদন্তের কাজ জোর কদমে চলেছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা চালান। সেখান থেকে বিমানটির ‘ব্ল্যাক বক্স’ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।এছাড়াও তদন্তকারীরা ধ্বংসস্তুপ থেকে ডিজিট্যাল ফ্লাইট ডাটা রেকর্ডার‌ও উদ্ধার করা হয়েছে। 

আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অসংখ্য জীবনহানিতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী। নিহতদের নিকটাত্মীয়ের প্রতি তিনি সমবেদনা ব্যক্ত করেছেন। দুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন এবং ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী আজ সেখানে যান। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজে নিয়োজিত আধিকারিক ও জরুরি ব্যবস্থাপক দলের সঙ্গেও তিনি কথাবার্তা বলেছেন।


নিজের এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী বলেছেন, আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা সকলে গভীরভাবে মর্মাহত। হঠাৎ করে এতগুলি জীবনহানির মর্মবিদারক ঘটনা ভাষায় প্রকাশ করা যায় না। স্বজনহারাদের মর্মবেদনা ও গভীর শূন্যতা  দীর্ঘসময় তাঁদের প্রভাবিত করবে বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর যেসব আধিকারিক এবং জরুরি ব্যবস্থাপক দল নিরলস কাজ করে চলেছেন, তাঁদের সঙ্গে বিস্তারিত কথা হয়েছে। 


উল্লেখ্য প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী আজ  আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। স্বজনহারা পরিবারগুলির প্রতি তিনি সহমর্মিতা ব্যক্ত করেন। সেইসঙ্গে, ঐ দুর্ঘটনাগ্রস্ত বিমানের একমাত্র জীবিত ব্যক্তি সহ অন্য আহতদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। এই কঠিন পরিস্থিতিতে তাঁদের প্রতি রাষ্ট্রের অটল সমর্থনের ব্যাপারেও তিনি নিশ্চয়তা দিয়েছেন। প্রধানমন্ত্রী চলতি ত্রাণ ও উদ্ধারকার্যে প্রকৃত মূল্যায়নের স্বার্থে আহমেদাবাদ বিমানবন্দরে প্রশাসনের প্রথম সারির কর্তাদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকেও পৌরোহিত্য করেন। 






Ahmedabad Plane Crash : গুজরাটের মেঘানিনগর এলাকায় ভেঙে পড়লো যাত্রীবাহী বিমান, পাইলট ও কেবিন ক্রু সহ ২৪২ জন আরোহীকে শংকায় দেশ



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad