Conference of TSEA : ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ৫৫তম বার্ষিক সাধারণ সম্মেলনে মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Conference of TSEA : ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ৫৫তম বার্ষিক সাধারণ সম্মেলনে মুখ্যমন্ত্রী

Share This


 আগরতলা, ৯ ফেব্রুয়ারি : রাজ্যের পরিকাঠামো উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রকৌশলীগণ হচ্ছেন উন্নয়নের কান্ডারি। আমাদের রাজ্যের প্রকৌশলীগণও কোনো অংশে পিছিয়ে নেই। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ, পরিকাঠামো নির্মাণ, সেচ, পানীয়জলের সংযোগ, বিদ্যুৎ পরিষেবা সম্প্রসারণে প্রকৌশলীগণ সরাসরি জড়িত। আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ৫৫তম বার্ষিক সাধারণ সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে একের পর এক পদক্ষেপ গ্রহণ করে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে চলেছেন। মুখ্যমন্ত্রী রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, উন্নত আইনশৃঙ্খলা, পর্যটন প্রভৃতি ক্ষেত্রের উল্লেখযোগ্য উন্নতির কথা উল্লেখ করে বলেন, বাইরে থেকে রাজ্যে আগত ভ্রমণকারীরা রাজ্যের এই প্রভূত উন্নয়ন দেখে অভিভূত হচ্ছেন।


সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও বলেন, যে কোনও পরিকাঠামো নির্মাণ নিখুঁতভাবে করাটা অত্যন্ত আবশ্যক। কারণ উন্নত পরিকাঠামোর উপর নির্ভর করেই বাইরের বিনিয়োগকারীরা শিল্প স্থাপনে উৎসাহিত হন। তাই সার্বিকভাবে উন্নত ও নিখুঁত পরিকাঠামো তৈরিতে প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রকৌশলী, চিকিৎসক ও পুলিশ কর্মীরা দুর্যোগপূর্ণ সময়েও পেশাগত দায়িত্ব পালনে নিজেদের বিশেষভাবে নিয়োজিত করে থাকেন। আগরতলা শহরে আরও দুটি উড়াল পুল নির্মাণের বিষয়ে সরকারের পরিকল্পনার কথাও মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে জলসেচ ও জল সংরক্ষণের ক্ষেত্রে প্রকৌশলীগণ তাদের উদ্ভাবনী দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পরিসুত পানীয়জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও প্রকৌশলীগণ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন।


অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলি প্রকৌশলীদের মাধ্যমেই বাস্তবায়িত হয়। বর্তমান রাজ্য সরকার উন্নয়নমুখী একটি সরকার। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের (সড়ক ও সেতু) চিফ ইঞ্জিনিয়ার রাজীব দেববর্মা। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক ইঞ্জিনিয়ার সত্যব্রত দাস। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সূর্য কুমার দেববর্মা। অনুষ্ঠানে রাজ্যের উন্নয়নমূলক কাজকর্মের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। তাছাড়া অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রী অরবিন্দ শ্রীমা আশ্রম ট্রাস্ট এবং বৃদ্ধাশ্রম আপনাঘরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad