আগরতলা, ১০ ফেব্রুয়ারি : 'পরীক্ষা পে চর্চা'র অষ্টম সংস্করণে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন। সমগ্র শিক্ষার উদ্যোগে আজ মহারাণী তুলসীবতী বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান সম্প্রসারণের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটি দেখেন। সে সময় শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার ও অধিকর্তা এন সি শর্মা উপস্থিত ছিলেন। নয়াদিল্লিতে আজ এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে বিলোনীয়ার পিএমশ্রী আর্যকলোনী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র প্রীতম দাসও উপস্থিত ছিল।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন, ২০১৮ সাল থেকে প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন ও পরামর্শ দেন। এই অনুষ্ঠানের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সহজ সরল ভাবে বুঝিয়ে বলেন। পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদেরও এই অনুষ্ঠানের মাধ্যমে বার্তা দিয়ে থাকেন। আজ পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের দুশ্চিন্তা মুক্ত হয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন