আমবাসা ইকোপার্কে নবনির্মিত ‘ লগ হাট ’ এর উদ্বোধন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

আমবাসা ইকোপার্কে নবনির্মিত ‘ লগ হাট ’ এর উদ্বোধন

Share This

 


আগরতলা , ০৩ মে : সোমবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ধলাই জেলার আমবাসা ইকোপার্কে নবনির্মিত ‘ লগ হাট ’ এর উদ্বোধন করা হয় । প্রদীপ প্রজ্জ্বলন এবং ফলক উন্মােচন করে ‘ লগ হাট ’ - র উদ্বোধন করেন পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায় । ইকো পার্কের ৩ টি ‘ লগ হাট ’ এর মধ্যে ২ নং ‘ লগ হাট ’ এর ফিতা কেটে উদ্বোধন করেন বন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া । 


        ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের উদ্যোগে আয়ােজিত অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন , আমবাসায় ‘ লগ হাট ’ এর উদ্বোধনের ফলে পর্যটন ক্ষেত্রে এক নতুন পালক যুক্ত হল । আমবাসা ইকোপার্কে পর্যটন উন্নয়ন নিগম এবং বন দপ্তরের যৌথ উদ্যোগে বাইরে থেকে যে সকল পর্যটক আসবেন তাদের থাকার ব্যবস্থার উদ্যোগ আজ থেকে শুরু হল । তিনি বলেন , করােনা মহামারী শুরু হওয়ার আগে প্রথমে ‘ লগ হাট ’ শুরু করা হয় তেপানিয়া ইকোপার্কে । তিনি বলেন , সেখানে প্রাকৃতিক পরিবেশ অনেক মনােরম । বাইরের পর্যটক আগাম বুকিং করে সেখানে আসেন । 

 

         পর্যটন মন্ত্রী শ্রীসিংহ রায় বলেন , আমাদের রাজ্যে করােনা সংক্রমণের ঘটনা প্রতিদিন বাড়ছে । তিনি করােনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দেন । রাজ্য সরকার করােনা মােকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করে যাচ্ছে । করােনা পরিস্থিতিতে মানুষকে রক্ষা করতে সরকার বদ্ধপরিকর । করােনাকালীন সময়ে কৃষি কাজ যাতে কোনভাবে ব্যহত না হয় এজন্য সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে বিশেষ লক্ষ্যনিয়ে কাজ করছে । রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নে সরকার কাজ করছে । তিনি বলেন , ডুম্বুর জলাশয়ের নারকেল কুঞ্জে পর্যটন শিল্পের বিকাশে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ৩৩ টি ‘ লগ হাট ’ তৈরীর কাজ শুরু হয়েছে । সেখানে ওয়াটার বােট চালু করা হয়েছে । পর্যটন শিল্পের বিকাশে সরকার অগ্রাধিকার দিয়েছে । 


       অনুষ্ঠানে বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া পর্যটন শিল্পের বিকাশে সরকারের উদ্যোগগুলি তুলে ধরেন । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক পরিমল দেববর্মা । তাছাড়াও বক্তব্য রাখেন পর্যটন দপ্তরের সচিব কিরণ গিত্যে । ত্রিপুরা পর্যটন উন্নয়ন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাভেল হেমেন্দ্র কুমার স্বাগত বক্তব্যে জানান , পর্যটন দপ্তরের অর্থে আমবাসা ইকোপার্কে ৩ টি ‘ লগ হাট ’ তৈরী করতে ৬২ লক্ষ ৩ হাজার টাকা ব্যয় হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ডি এফ ও অমিত দেববর্মা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা গােভেকর ময়ূর রতিলাল , কৃষি অধিকর্তা ড . ডি পি সরকার প্রমুখ । 


করোনাকালে ত্রিপুরার পাহাড়ি জনপদে চলছে ম্যালেরিয়ার রক্ত পরীক্ষা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad