আগরতলা, ২০ জুলাই : সংবাদ জগতের নক্ষত্র পতন ঘটলো রবিবার বিকেলে। প্রয়াত হলেন দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক বরিষ্ঠ সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিক। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর প্রয়াণে গভীরভাবে শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ সমাজের বিশিষ্টজন। নিজের সামাজিক মাধ্যমে এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেন,
"দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক তথা বরিষ্ট সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিকের অকাল প্রয়াণে গভীর শোকাহত। বেশ কিছু দিন ধরে দিল্লির এইমস-এ চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর এবং তাঁর পরিবারের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রাখছিলাম। আজ আনুমানিক দুপুর ৩:৪৫ মিনিটে সমস্ত চিকিৎসার প্রচেষ্টাকে ব্যর্থ করে তিনি পরলোক গমন করেন। এই অসময়ে তাঁর প্রয়াণ সংবাদে আমরা গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। ঈশ্বর যেন তাঁর আত্মাকে চিরশান্তি দান করেন—এই প্রার্থনা করি।" প্রদীপ দত্ত ভৌমিকের অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত আগরতলা প্রেসক্লাবও।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বরিষ্ঠ সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিক। রবিবার বিকাল আনুমানিক ৩ টা ৪৫ মিনিটে চিকিৎসকদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই খবর দ্রুত ছড়িয়ে পড়তেই সংবাদজগৎ -এ শোকের ছায়া নেমে এসেছে। চার দশকের বেশি সময় ধরে সংবাদজগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রদীপ দত্ত ভৌমিক। বহু সম্মানে ভূষিত হয়েছেন।
দৈনিক সংবাদ পত্রিকার প্রাণপুরুষ প্রয়াত ভূপেন চন্দ্র ভৌমিকের ভ্রাতুষ্পুত্র ছিলেন প্রদীপ দত্ত ভৌমিক। তিনি একনিষ্ঠ সাহসী ভূমিকা নিয়ে আজীবন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রয়াত সম্পাদক ভূপেন চন্দ্র দত্ত ভৌমিকের হাত ধরেই সংবাদ জগতে আসা। তিনি জীবিত থাকা অবস্থায় ৯০ দশক থেকে দৈনিক সংবাদের বার্তা সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। মৃত্যুকালে প্রদীপ দত্ত ভৌমিক রেখে গেছেন স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ অগণিত গুণমুগ্ধ। সোমবার দিল্লি থেকে তাঁর দেহ আগরতলা নিয়ে আসা হবে।
Ker Puja : উজ্জয়ন্ত প্রাসাদে কের পূজা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন