করোনাকালে ত্রিপুরার পাহাড়ি জনপদে চলছে ম্যালেরিয়ার রক্ত পরীক্ষা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

করোনাকালে ত্রিপুরার পাহাড়ি জনপদে চলছে ম্যালেরিয়ার রক্ত পরীক্ষা

Share This

 


আমবাসা, ০৩ মে : একদিকে চলছে করোনা অতিমাড়ির দ্বিতীয় ঢেউ ।এই বিষয়ে যেমন রাজ্য সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ জারি রেখেছে । পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মাথায় রয়েছে ম্যালেরিয়া প্রাদুর্ভাবের কথাও। এই সময়ে পাহাড়ী জনপদে প্রতিবছর দেখা দেয় ম্যালেরিয়ার ব্যাপক প্রাদুর্ভাব। তাই আগে থেকেই সর্তকতা অবলম্বন এর অঙ্গ হিসেবে বাড়ি বাড়ি ম্যালেরিয়া পরীক্ষার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দপ্তর।

 

      সোমবার মাসলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে বিভিন্ন পাহাড়ি জনপদে গিয়ে করা হয় ম্যালেরিয়া পরীক্ষা । এদিন ১৬২ জনের রক্ত পরীক্ষা করা হয় ।এর মধ্যে ৫ জনের শরীরে সাধারণ জ্বর থাকলেও কারোর মধ্যেই ম্যালেরিয়ার উপস্থিতি পাওয়া যায়নি বলে জানা গেছে ।


চুম্বকে সারাদিন : ৫ রাজ্যের ভোট গননা, অভয়নগরে গাড়ি ভাঙচুর, খাদে পাথর বোঝাই গাড়ি সহ আর‌ও খবর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad