৫ রাজ্যের ভোট গননা : রবিবার সকাল থেকে তার ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হতেই দেখা যায়। বাংলার ক্ষমতায় ফের তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় ফিরছেন। বিকেল পর্যন্ত এই রাজ্যে ২১৪টি আসনে এগিয়ে রয়েছে জোড়াফুল শিবির। বিজেপি এগিয়ে রয়েছে ৭৭টি আসনে। বাম-কংগ্রেস-আইএসএফ-এর সংযুক্ত মোর্চা ০টি আসনে এগিয়ে রয়েছে।
এদিকে কেরলে ক্ষমতার প্রত্যাবর্তন ঘটতে চলেছে শাসক শিবিরের। সেখানে সিপিএমের নেতৃত্বধীন এলডিএফ জোট ফের জিততে চলেছে। কেরলের ১৪০টি আসনের মধ্যে বামজোট ৯৫, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ৪৫ এবং বিজেপি ৩টিতে এগিয়ে।
তামিলনাড়ুতে ভোট গণনার প্রবণতা বলছে, সে রাজ্যে ২৩৪টি আসনের মধ্যে ডিএমকে জোট ১৩৮ এবং এডিএমকে জোট ৯৩টিতে এগিয়ে রয়েছে।
উত্তর-পূর্বের রাজ্য অসমে ফের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ১২৬টি আসনের মধ্যে বিজেপি, অসম গণ পরিষদ এবং বোড়ো জনগোষ্ঠীর দল ইউপিপিএল এগিয়ে ৭৮টিতে। কংগ্রেস, এআইইউডিএফ এবং বামেদের জোট ৪৭টিতে এগিয়ে আছে।
পুদুচেরিতেও ক্ষমতা দখলের পথে এনডিএ জোট। প্রাক্তন মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামীর দল তথা এনআর কংগ্রেস এবং এডিএমকে-কে সঙ্গী করে কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৩০টি আসনের মধ্যে ১২টিতে এগিয়ে বিজেপি। কংগ্রেস-ডিএমকে জোট এগিয়ে ৫টিতে।
আগরতলার অভয়নগরে গাড়ি ভাঙচুর : শনিবার গভীর রাতে দুষ্কৃতীরা পূর্ব আগরতলা থানার অন্তর্গত অভয়নগর এলাকায় রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। গভীর রাতে কে বা কারা এই ভাঙচুর চালিয়েছে তা কিছুই বলতে পারছে না এলাকার লোকজন। রবিবার সকালে এলাকাবাসী এই ঘটনা প্রত্যক্ষ করে খবর দেন পূর্ব আগরতলা থানায় । যদিও আগরতলা শহর জুড়ে রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি রয়েছে নাইট কারফিউ । এরমধ্যে কোথা থেকে দুষ্কৃতীরা এসে এই কাণ্ড ঘটিয়েছে তা বলতে পারছে না পুলিশও। তবে এই ঘটনায় ২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান এলাকাবাসী।
গান্ধীগ্রাম বাজারে রক্তদান শিবির : ভারতীয় জনতা যুব মোর্চা বামুটিয়া মন্ডলের উদ্যোগে গান্ধীগ্রাম বাজারে আয়োজিত হয় এক রক্তদান শিবির। স্থানীয় গান্ধীগ্রাম উপ-স্বাস্থ্যকেন্দ্রে রবিবার আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন যুব মোর্চা সদর গ্রামীণ জেলা সভাপতি সুমন দাস, যুব মোর্চা মন্ডল সভাপতি রূপক দাস এবং বিজেপির মন্ডল সভাপতি বিজু পাল সহ অন্যান্যরা। এদিনের রক্তদান শিবিরকে কেন্দ্র করে ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তাদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
ফ্রেন্ডস ইউনিয়নের মিলনায়তনে কোভিড টিকাকরণ কর্মসূচি : রবিবার আগরতলার ফ্রেন্ডস ইউনিয়নের মিলনায়তনে এক কোভিড টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরা জেলা সিএমও কার্যালয়ের ব্যবস্থাপনায় এবং হেলপিংহান্ড সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত এদিনের টিকাকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, টিআরটিসি'র চেয়ারম্যান দীপক মজুমদার, সদর মহকুমা শাসক অসীম সাহা সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মহকুমা শাসক অসীম সাহা বলেন, প্রথমে কোভিড টিকাকরণ নিয়ে ৪৫ বছর উর্ধদের মধ্যে একটা উদাসীনতা ছিল, তবে তা এখন অনেকটাই দূর হয়েছে।
কাঞ্চনমালায় সেলাই মেশিন বিতরন : ডুকলি ব্লক এলাকার কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের সুবিধাভোগীদের মধ্যে রবিবার বিতরণ করা হলো সেলাই মেশিন। এতে উপস্থিত ছিলেন ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস সহ কাঞ্চনমালা পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা । এদিনের অনুষ্ঠানে মোট ২২ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে বলে জানান পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস।
সিপাহীজলায় খাদে পাথর বোঝাই গাড়ি : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়লো পাথর বোঝাই গাড়ি । এতে গুরুতর আহত হয় চালক ও সহ চালক। ঘটনা রবিবার বিশালগড় মহকুমার সিপাহীজলা এলাকায় । পথচলতি মানুষ এই দুর্ঘটনা প্রত্যক্ষ করে খবর দেয় বিশালগড় থানায় । খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে ।
আফগানিস্তানে জ্বালানি ট্যাংকারে বিষ্ফোরণ : আফগানিস্তানের রাজধানী শহর কাবুলে শনিবার গভীর রাতে জ্বালানি ট্যাংকার বিষ্ফোরণে কম করেও ৪ জনের মৃত্যু হয়েছে । এই ঘটনায় ১০ জন আহত হয়েছে বলে খবর। তাছাড়া মর্মান্তিক এই ঘটনার পর নিখোঁজ রয়েছে আরো ৫ জন। জানা গেছে কাবুল থেকে উত্তারাঞ্চলীয় প্রদেশগামী মহাসড়কের পাশে পার্কিংয়ে দাড় করা ট্যাংকারে বিষ্ফোরণের পরেই আগুন চার দিকে ছড়িয়ে পড়ে। কাবুল শহরের উত্তর উপকন্ঠে সাকার দারা জেলার ধারাবাহিক এই অন্তত ৫০টি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন