আগরতলা , ০১ মে : কোভিড- ১৯ জনিত পরিস্থিতির জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের উচ্চমাধ্যমিক ( +২ স্তর ) ও মাধ্যমিক পরীক্ষা স্থগিত ঘােষণা করা হয়েছে । পরবর্তীতে কোভিড -১৯ জনিত পরিস্থিতির উন্নতি হলে এই পরীক্ষা গ্রহণ করা হবে । তবে এই ক্ষেত্রে পরীক্ষা গ্রহণের দু’সপ্তাহ আগেই নােটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে । শনিবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কনফারেন্স হলে আয়ােজিত সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি ভবতােষ সাহা এই ঘােষণা দেন ।
পর্ষদ সভাপতি জানান , পর্ষদের এক্সামিনেশন কমিটির সুপারিশ অনুযায়ী এই পরীক্ষা দুটি স্থগিত রাখা হয়েছে । উল্লেখ্য , ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা মে মাসের ১৮ ও ১৯ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিলাে । সাংবাদিক সম্মেলনে পর্ষদ সচিব ড . দুলাল দে উপস্থিত ছিলেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন