আগরতলা , ৩০ এপ্রিল : ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের উন্নয়নে রাজ্য সরকারের সার্বিক সহযােগিতার কথা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । সবকা সাথ - সবকা বিকাশ ও সবকা বিশ্বাস মন্ত্রকে পাথেয় করে এডিসি এলাকার উন্নয়নে রাজ্য সরকার সর্বতােভাবে সহযােগিতা করবে বলে মুখ্যমন্ত্রী নব নির্বাচিত এডিসির কার্য নির্বাহী সদস্যদের আশ্বস্ত করেন । শুক্রবার বিকেলে মহাকরণে মহারাজা প্রদ্যোৎ কিশাের দেববর্মণ ও টি টি এ ডি সির নবনির্বাচিত মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া সহ অন্যান্য ৭ জন কার্যনির্বাহী সদস্য মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন ।
আলােচনাকালে মুখ্যমন্ত্রী বলেন , আগামী ২০২২ সালের মধ্যে এডিসি এলাকার সমস্ত রাস্তা পাকা করার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে । এছাড়াও ২০২২ সালের মধ্যে এডিসি এলাকার প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌছে দেওয়ার জন্য রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে । মুখ্যমন্ত্রী বলেন , এডিসি এলাকার প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ও বিদ্যালয়ে পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য রাজ্য সরকার প্রয়াস নিয়েছে । এছাড়াও এ ডি সি এলাকায় শিক্ষা , স্বাস্থ্য , পানীয়জল , বিদ্যুৎ , শিল্পবাণিজ্য এবং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযােগ সৃষ্টির লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করতে নবনির্বাচিত এডিসি কার্যকর্তাদের প্রতি মুখ্যমন্ত্রী আহ্বান জানান ।
মুখ্যমন্ত্রী এডিসির কার্যনির্বাহী সদস্যদের উত্থাপিত সংশ্লিষ্ট দপ্তর সম্পর্কীত বিভিন্ন এলাকার সমস্যার বিষয়ে অবহিত হন এবং এই সব সমস্যার সমাধানে সরকারের আন্তরিকতার কথা পুনরায় ব্যক্ত করেন । এডিসি এলাকার উন্নয়নে নবনির্বাচিত এম ডি সি - গণ রাজ্য সরকারের কাছ থেকে প্রয়ােজনীয় অর্থ বরাদ্দের দাবী জানিয়েছেন । কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলি নিষ্ঠার সাথে সম্পন্ন করতে এডিসি প্রশাসন সচেষ্ট থাকবে বলে আলােচনায় কার্যনির্বাহী সদস্যগণ মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন ।
বিগত এডিসি প্রশাসনের কাজ পরিচালনায় যেসব অসঙ্গতি রয়েছে সে বিষয়ে প্রয়ােজনীয় তদন্ত করা হবে বলে নবনির্বাচিত প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীকে অবহিত করেন । এডিসির কাউন্সিল ভবনে দেশের বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি রাখা হবে বলে নবনির্বাচিত প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীকে জানান । উল্লেখ্য শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এডিসির নবনির্বাচিত বিজেপি দলের এমডিসিদের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনে চেয়ারম্যান জগদীশ দেববর্মার গোচরে এই বিষয়টি আনেন। তিনি বলেন অন্তত শিষ্টাচার বশত দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বর্তমান মুখ্যমন্ত্রীর ছবি কাউন্সিল ভবনে থাকা দরকার। এর পরিপ্রেক্ষিতেই এডিসি'র বর্তমান কার্যনির্বাহী কমিটির এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
এদিনের আলােচনায় এডিসির নবনির্বাচিত মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া , কার্যনির্বাহী সদস্য অনিমেষ দেববর্মা , সােহেল দেববর্মা , ডলি রিয়াং , রাজেশ ত্রিপুরা , ভবরঞ্জন রিয়াং , চিত্তরঞ্জন দেববর্মা এবং কমল কলই অংশগ্রহণ করেন । প্রত্যেকেই তাদের নিজ নিজ এলাকার সহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত দপ্তরের বিভিন্ন সমস্যার বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন । আলােচনার সময় মুখ্যমন্ত্রীর প্রধান সচিব জে কে সিনহা এবং শিল্প দপ্তরের সচিব ড . প্রশান্ত কুমার গােয়েল উপস্থিত ছিলেন ।
যুব মোর্চার রক্তদান শিবিরে বৃষকেতু, গুঞ্জন রাজনৈতিক মহলে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন