Veterinary Healthcare : গোমতী জেলা ভেটেরিনারি হাসপাতালের নতুন পাকাভবনের উদ্বোধন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Veterinary Healthcare : গোমতী জেলা ভেটেরিনারি হাসপাতালের নতুন পাকাভবনের উদ্বোধন

Share This

 


উদয়পুর, ১৮ জুলাই : উদয়পুরের ব্রক্ষ্মাবাড়িতে নবনির্মত গোমতী জেলা ভেটেরিনারি হাসপাতালের নতুন পাকাবাড়ির আজ উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ভেটেরিনারি হাসপাতালের উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌছে দেওয়া হচ্ছে। তার ফলে প্রাণীপালক, মৎস্যজীবী, কৃষকদের আয় বেড়েছে। রাজ্যের গ্রামীণ অর্থনীতি ক্রমশ শক্তিশালী হচ্ছে। তিনি বলেন, অন্তিম ব্যক্তি থেকে শুরু করে রাজ্যের সমস্ত যোগ্য পরিবারগুলিকে সরকারি প্রকল্পের আওতায় নিয়ে আসার কাজ চলছে। বিভিন্ন সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। তাতে জনগণের হয়রানি কমেছে। সরকারি কাজে স্বচ্ছতা এসেছে। বিভিন্ন প্রকল্পের সুযোগ গ্রহণ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেন, জেলা ভেটেরিনারি হাসপাতালের নতুন পাকাবাড়ি নির্মাণের ফলে প্রাণীপালকদের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া সহজ হবে। তিনি বলেন, পশুপাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য টিকাকরণ কর্মসূচি এবং চিকিৎসা প্রদান করা হয়। বিভিন্ন সাব সেন্টার, ডিসপেনসারি ও জেলা হাসপাতালে বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হয়। তাছাড়া মোবাইল ভ্যান পরিষেবাও রয়েছে। রাজ্যে বর্তমানে ১৩টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে জরুরী পরিষেবা দেওয়া হচ্ছে। রাজ্যে মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদন বাড়ানোর জন্য বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। দুর্ঘটনাজনিত কারণে ক্ষতিগ্রস্ত প্রাণীপালককে আর্থিক সহায়তা করার জন্যও দপ্তর উদ্যোগ নিয়েছে।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক রামপদ জমাতিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়পুর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন প্রদীপ দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাখের, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা ড. এন কে চঞ্চল, সমাজসেবী সবিতা নাগ প্রমুখ। গোমতী জেলার ভেটেরিনারি হাসপাতাল নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ১২ লক্ষ টাকা।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad