Culture : নৃত্যাঙ্গন ডান্স একাডেমী'র পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে ৬ ই নভেম্বর নৃত্যানুষ্ঠান "নৃত্যতরঙ্গ" - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Culture : নৃত্যাঙ্গন ডান্স একাডেমী'র পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে ৬ ই নভেম্বর নৃত্যানুষ্ঠান "নৃত্যতরঙ্গ"

Share This

 


আগরতলা, ০৩ নভেম্বর : নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঙ্গনের উদ্যোগে আগামী ৬ই নভেম্বর রবিবার সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। "নৃত্যতরঙ্গ" শীর্ষক এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস ।এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ অভিজিৎ ভট্টাচার্য, সমাজসেবী টুটন দাস প্রমুখ।


নৃত্যাঙ্গন ডান্স একাডেমীর পরিচালক অনির্বাণ ভট্টাচার্য জানিয়েছেন , এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব উদয় সঙ্কর ভট্টাচার্য এবং বিশিষ্ট নৃত্যশিল্পী মানসী ঘোষকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বর্ণময় নৃত্যানুষ্ঠান পরিবেশন করবে । এতে যন্ত্রানুষঙ্গে তবলায় থাকবেন নারায়ন বিশ্বাস, শুভঙ্কর সাহা এবং দীপজয় ঘোষ। কণ্ঠসঙ্গীতে থাকবেন বিশিষ্ট শিল্পী কৃষ্ণধন লোধ। এখন প্রতিষ্ঠানে চলছে জোরদার অনুশীলন।





Farmers Knowledge Centre : সেকেরকোটে কৃষক জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন, সুবিধাভোগীদের হাতে কৃষি যন্ত্রপাতি এবং সয়েল হেলথ কার্ড তুলে দিলেন মুখ্যমন্ত্রী ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad