আগরতলা, ২৩ নভেম্বর : আগরতলার ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হলো জব ফেয়ার। ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় এবং রাজ্য সরকারের শ্রম ও কর্ম বিনিয়োগ দপ্তরের উদ্যোগে আয়োজিত এদিনের জব ফেয়ারে মোট ২০৫টি শূন্য পদে নিয়োগের জন্য অংশ নিলেন রাজ্য ও বহিঃ রাজ্যের ছয়টি সংস্থা। এদিন আনুষ্ঠানিকভাবে জব ফেয়ারের সূচনা করেন শ্রমদপ্তরের সচিব অভিষেক সিং । উপস্থিত ছিলেন শ্রম ও কর্ম বিনিয়োগ দপ্তরের আধিকর্তা অদিতি মজুমদার, জে বি এম গ্রুপের কর্মকর্তা রাজীব শর্মা, শ্রম ও কর্ম বিনিয়োগ দপ্তরের সিনিয়র রিসার্চ অফিসার অনিশ রঞ্জন ভট্টাচার্য প্রমুখ।
অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে শ্রমদপ্তরের সচিব অভিষেক সিং বলেন, শ্রম ও কর্ম বিনিয়োগ দপ্তর নিয়মিত এইরূপ জব ফেয়ারের আয়োজন করে আসছে। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা রাজ্যে চাকরি প্রার্থী মেধাবী ছেলে মেয়ের সংখ্যা নেহাত কম নয়। শুধু সরকারি চাকরি নয় প্রাইভেট প্রতিষ্ঠানে কিভাবে তাঁদের রোজগারের পথ তৈরি করা যায় এই নিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে দপ্তর। এদিনের অনুষ্ঠানে উপস্থিত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সবাই চাই ঘরের কাছে থেকে কাজ করতে। কিন্তু বর্তমানের সময় বদলেছে । এখন আমাদের রাজ্যের বাইরে গিয়েও নিজেদের পেশাগত দক্ষতার পরিচয় দিতে হবে । টেকনোলজি অনেক উন্নত হয়েছে, এখন দূরে থেকেও সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে আমরা সহজেই পরিবার প্রিয়জনের কাছে থাকতে পারি। এই বিষয়ে তিনি নিজের কর্মজীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।
চাকুরী প্রত্যাশী ছেলেমেয়েদের রোজগারের পথ সুগম করতে শ্রম ও কর্ম বিনিয়োগ দপ্তর কিভাবে কাজ করছে তা তুলে ধরে বক্তব্য রাখেন দপ্তরের অধিকর্তা অদিতি মজুমদার। প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেও জীবনে কিভাবে প্রতিষ্ঠিত হওয়া যায় তা তুলে ধরে বক্তব্য রাখেন জেবিএম গ্রুপের কর্মকর্তা রাজীব শর্মা। এদিনের অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন দপ্তরের সিনিয়র রিসার্চ অফিসার অনিশ রঞ্জন ভট্টাচার্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন