Swachh Bharat Abhiyan : স্বচ্ছতা রথের সূচনা ও মহারাজগঞ্জ বাজারে স্বচ্ছতা অভিযানে মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Swachh Bharat Abhiyan : স্বচ্ছতা রথের সূচনা ও মহারাজগঞ্জ বাজারে স্বচ্ছতা অভিযানে মুখ্যমন্ত্রী

Share This


 আগরতলা, ১৪ ডিসেম্বর : আগামী ১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য সফর উপলক্ষে আগরতলা শহরকে সম্পূর্ণ জঞ্জালমুক্ত করতে গতকাল থেকে নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগে স্বচ্ছতা অভিযান শুরু করা হয়েছে। চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত। বুধবার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে এই কর্মসূচি সম্পর্কে শহরবাসীকে সচেতন করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা পতাকা নাড়িয়ে ৩টি স্বচ্ছতা রথের যাত্রার সূচনা করেন। একই সাথে তিনি এদিন মহারাজগঞ্জ বাজারে স্বচ্ছতা অভিযানে শামিল হন।


পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বচ্ছতা অভিযানকে প্রথম থেকেই গুরুত্ব দিয়ে আসছেন। তাই তাঁর রাজ্য সফরের পূর্বে আগরতলা শহরকে সম্পূর্ণ জঞ্জালমুক্ত করতে এই অভিযান শুরু করা হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, মুখ্যসচিব জে কে সিনহা, নগরোন্নায়ন দপ্তরের সচিব অভিষেক সিং, অধিকর্তা তমাল মজুমদার প্রমুখ। পরবর্তীতে মুখ্যমন্ত্রী সহ সকল অতিথিগণ মহারাজগঞ্জ বাজারস্থিত পাইকারি মাছ বাজারের সামনের জায়গায় স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন।



Agriculture : সালেমায় ফার্মার অ্যাডভাইজরি সেন্টার ও কচুছড়া প্রাইমারি গ্রামীণ মার্কেট শেডের নবনির্মিত ভবনের উদ্বোধন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad