আগরতলা, ২৩ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টারের মুখে কালি লেপন করে দিচ্ছে কমিশনের কিছু লোক। যা অত্যন্ত নিন্দনীয় এবং এটি একটি অপরাধ। সোমার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গীত্যের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একথা বলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন বিজেপির তরফে আগেও বিষয়টি কমিশনের নজরে নিয়ে ক্ষোভ ব্যক্ত করা হয়েছিল। শিক্ষামন্ত্রী আইনের বিভিন্ন ধারার ব্যাখ্যা দিয়ে বলেন দেশের একজন প্রধানমন্ত্রীর মুখে কারোর কালি লেপন করার অধিকার নেই, এটা শাস্তিযোগ্য অপরাধ। কমিশনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে।
উল্লেখ, এদিন শিক্ষামন্ত্রী রতন লালনাথ সহ বিজেপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করেন। বিধানসভা নির্বাচন কে কেন্দ্র করে রাজনৈতিক পারদ এখন উর্ধ্বে। শাসক - বিরোধী চাপানওতোরে চাপ বাড়ছে নির্বাচন কমিশনের উপর। এরই মধ্যে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললো শাসকদল বিজেপি। এর মধ্যে গত ১৮ জানুয়ারি মজলিশপুরে রাজনৈতিক অশান্তির ঘটনায় কমিশন একতরফা সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ বিজেপি প্রতিনিধি দলের। শিক্ষামন্ত্রী ছাড়াও এই প্রতিনিধি দলই ছিলেন, ডাঃ অশোক সিনহা, বলাই গোস্বামী, সুনিত সরকার ও মৃণাল কান্তি নাথ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন