Assembly Elections 2023 : জমা পড়লো ৭৬টি মনোনয়নপত্র, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে এরিয়া ডমিনেশনের কাজ চলছে - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Assembly Elections 2023 : জমা পড়লো ৭৬টি মনোনয়নপত্র, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে এরিয়া ডমিনেশনের কাজ চলছে

Share This

 


আগরতলা, ২৭ জানুয়ারি : ভারতের নির্বাচন কমিশন গত ১৮ জানুয়ারি ২০২৩ আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচন আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৩ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছিলেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ত্রিপুরা বিধানসভা নির্বাচন ২০২৩ আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জানুয়ারি। এবার ৩০ জানুয়ারির আগে দু'দিন সরকারি ছুটি থাকায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই প্রার্থীদের সুবিধার জন্য যারা ৩০ তারিখ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনয়নপত্র জমা দেবেন তাদের পৃথক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঐদিনই খুলে রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে পারবেন। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিতো এই সংবাদ জানান।


সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে বিভিন্ন স্থানে এরিয়া ডমিনেশনের কাজ চলছে এবং পুলিশি নাকা পয়েন্ট তৈরি করে চেকিং করা হচ্ছে। আজ এরিয়া ডমিনেশনের সময় সোনামুড়া থানার অন্তর্গত বটতলাতে প্রায় ১৩ কেজি গাজা উদ্ধার করা হয়। অন্যদিকে রাধাকিশোরপুর থানা এবং সিএপিএফ বাহিনী দ্বারা গোমতী জেলার রমেশ চৌমুহনীর নাকা পয়েন্টে তল্লাশি চালানোর সময় একটি গাড়ি থেকে ৫ লক্ষ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়। মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রী গিত্যে জানান, বিভিন্ন দলের পক্ষ থেকে আজ মোট ৬৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। এরমধ্যে সিপিআইএম ৩৮টি, সিপিআই ১টি, এসইউসিআই ৪টি, আমরা বাঙ্গালি ১৩টি, পিপিপি ১টি, এনপিপি ১টি, আরএসপি ১টি, সিপিআইএম (এল) ১টি এবং নির্দল প্রার্থীরা ৩টি মনোনয়নপত্র সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কাছে জমা দিয়েছেন। সবমিলিয়ে আজ পর্যন্ত ৭৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রী গিত্যে নির্বাচন সংক্রান্ত সঠিক তথ্য পাওয়ার জন্য 'চিফ ইলেকটোরাল অফিস ত্রিপুরা' ফেসবুক পেজ এবং 'সিইও ত্রিপুরা' ট্যুইটার অনুসরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।



Assembly Elections 2023 : সিপিএম বিধায়ক মবস্বর আলী ও তৃণমূল নেতা সুবল ভৌমিকের বিজেপিতে যোগদান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad