আগরতলা, ২৮ জানুয়ারি : শনিবার বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের অনুমোদনে ঘোষিত হয়েছে ২০২৩ রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা। প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রা। দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রথমে রাজ্যের ৪৮টি কেন্দ্রের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেন সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রা। পড়ে ধরের তরফ থেকে ঘোষণা করা হয় আরো ছয় জনের নামের তালিকা। এই তালিকায় নেই কৃষ্ণপুর কেন্দ্রের বিধায়ক ডাঃ অতুল দেববর্মা, বাধারঘাট কেন্দ্রের মিমি মজুমদার, নলছড়ের সুভাষ দাস, আমবাসার পরিমল দেববর্মা, মাতাবাড়ির বিপ্লব ঘোষ, বিলোনিয়ার অরুণ চন্দ্র ভৌমিক।
শাসক দল বিজেপির ঘোষিত ৫৪ প্রার্থীর মধ্যে ১১ জন মহিলা প্রার্থী। এরা হলেন, মীনারানি সরকার, অন্তরা দেব সরকার, হিমানী দেববর্মা, প্রতিমা ভৌমিক, কল্যাণী রায়, স্বপ্না মজুমদার, পাতাল কন্যা জমাতিয়া, স্বপ্না দাস পাল, সুচিত্রা দেববর্মা, মলিনা দেবনাথ এবং সান্ত্বনা চাকমা। সোমবার একযোগে সবাই মনোনয়নপত্র জমা দেবেন।
সন্ধ্যায় আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, আইপিএফটি'র সাথে জোট গড়েই তারা নির্বাচনে লড়ছেন। এতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন, ২৬ আশারামবাড়ি সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রয়াত এনসি দেব্বর্মার কণ্যা জয়ন্তী দেব্বর্মা। তিনি বিজেপি -আই পি এফ টি জোটের প্রার্থী হিসাবে লড়াই করবেন। জোট শরিক আইপিএফটি পাঁচটি আসনে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই আসন গুলি হল ১২ টাকারজলা, ২৪ রামচন্দ্রঘাট, ৩৮ আশারামবাড়ি, ২৬ জোলাইবাড়ি এবং ৬০ কাঞ্চনপুর।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং আইপি একটি দলের প্রতিনিধিরা। সাংবাদিক সম্মেলনের অবগত পরে আইপিএফটি দলের তরফ থেকে পাঁচটি কেন্দ্রে তাঁদের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় বর্তমান বিধায়ক দুইজনের পাশাপাশি নতুন মুখ রয়েছেন তিনজন।
এবারের প্রার্থী তালিকায় অনেকেই নতুন মুখ। তবে, চণ্ডীপুরে টিঙ্কু রায়, বাগবাসায় যাদবলাল নাথ, কদমতলা কুর্তিতে দিলীপ তাঁতি এবং কমলাসাগরে অন্তরা দেব সরকারের নাম ঘোষণার পরই বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা প্রার্থী বদলের দাবি জানিয়েছেন। তবে বিজেপিতে প্রার্থী বদলের কোনো রেওয়াজ নেই। আবার রাতে ছয়টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা হবার পরেই ১ নং সিমনা কেন্দ্রে দেখা গেছে খুশির আমেজ। সেখানে প্রার্থী করা হয়েছে তরুণ মুখ বিনোদ দেবর্মাকে। তবে এখনো ঘোষণা করা হয়নি নজর কারা কেন্দ্র ৬ আগরতলায় প্রার্থীর নাম। এই কেন্দ্রে কে প্রার্থী হবেন এদিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন