Assembly Elections 2023 : মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন নির্বিঘ্ন রাখতে মুখ্য নির্বাচনী আধিকারিকের তৎপরতা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Assembly Elections 2023 : মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন নির্বিঘ্ন রাখতে মুখ্য নির্বাচনী আধিকারিকের তৎপরতা

Share This


 আগরতলা, ২৯ জানুয়ারি :  সোমবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শেষদিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। রবিবার বিকেলে সদর মহকুমা শাসকের কার্যালয় পরিদর্শন করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে একথা বলেন। সদর মহকুমা কার্যালয় পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রী গিতো বলেন, রাজনৈতিক দলগুলির সাথে ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি জানান, রাজ্যে গত ২৭ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে মোট ৭৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। 


মুখ্য নির্বাচনী আধিকারিক আশা প্রকাশ করেন আগামীকাল সকল রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে তাদের মনোনয়নপত্র জমা দেবেন। সদর মহকুমা শাসক কার্যালয় পরিদর্শনের সময় মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, পুলিশ সুপার শংকর দেবনাথ এবং সদর মহকুমার ৮টি বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের রিটার্নিং অফিসারগণ উপস্থিত ছিলেন।




এদিকে  সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এদিন দুপুরে ৬ আগরতলা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল বিজেপি। এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। অপর দিকে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ২২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয় । পরবর্তী তালিকা শীঘ্রই প্রকাশিত হবে বলে জানান সংসদ সুস্মিতা দেব। এক‌ই সাথে বিলোনিয়া কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী রবিবার  তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।


 অপর দিকে শনিবার গভীর রাতে প্রথম ধাপে তিপ্রামথা দলের ২০ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেও স্বস্তি পাচ্ছেন না তিপ্রামথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এই তালিকা প্রকাশ হতেই উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। সকাল থেকেই দলে দলে টিকিট প্রত্যাশিরা তাদের অনুগামীদের নিয়ে হাজির হয় রাজবাড়ি অঙ্গনে। দিনভর ধরে চলছে চাপানওতোর। খনে খনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে।



Assembly Elections 2023 : ৫৪ কেন্দ্রে বিজেপির প্রার্থী তালিকা ঘোষিত, বহাল থাকছে আইপিএফটি'র সাথে জোট, অঘোষিত র‌ইলো ৬ আগরতলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad