আগরতলা, ৩০ জানুয়ারি : এবারের বিধানসভা নির্বাচনে বামগ্রেস জোট শূন্য পাবে। সোমবার নিজের মনোনয়ন পত্র জমা দিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা । মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি ৫০টিরও বেশি আসন জিতে ক্ষমতায় আসছে। এতে কোনো সন্দেহ নেই। উৎসবের মেজাজে আজ রাজ্যের আটটি জেলার সবকয়টি বিধানসভা কেন্দ্রে মনোনয়নপত্র পেশ করেছেন বিজেপি প্রার্থীরা।
১ নং সিমনা বিধানসভা আসনে বিনোদ দেববর্মা, মোহনপুর আসনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, বামুটিয়া আসনে কৃষ্ণ ধন দাস মোহনপুর মহাকুমা শাসক অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও সদর মহকুমা শাসক অফিস সহ অন্যান্য মহকুমা শাসক অফিসে মনোনয়নপত্র দাখিল করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, রামপ্রসাদ পাল, উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহন দাস, পাপিয়া দত্ত, মীনা রানি সরকার, অন্তরা দেব সরকার, সুশান্ত দেব, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ, প্রতিমা ভৌমিক, দেবব্রত ভট্টাচার্য, কিশোর বর্মন, তপাজ্জল হোসেন, গৌতম সরকার, স্বপ্না মজুমদার, শংকর রায়, কল্যাণী রায়, মন্ত্রী মনোজ কান্তি দেব, বিধায়ক মবস্বর আলি, টিঙ্কু রায়, মন্ত্রী ভগবান দাস, সুধাংশু দাস, মলিনা দেবনাথ, স্বপ্না দাস পাল, পাতাল কন্যা জমাতিয়া, অভিষেক দেবরায়, খোয়াইয়ের সুব্রত মজুমদার সহ বিজেপি আইপিএফটি জোটের প্রার্থীরা।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে রাজধানীর আগরতলা দখল নেয় বিজেপি সমর্থকরা। ব্যাণ্ডের তালে তালে নাচের সাথে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সুবিশাল মিছিলের মাধ্যমে মনোনয়নপত্র পেশ করেন সবাই। মুখ্যমন্ত্রীর সাথে মনোনয়নপত্র দাখিলে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির উত্তর-পূর্ব রাজ্যের কো-অর্ডিনেটর সম্বিত পাত্রা সহ অন্যান্য নেতৃত্বরা।
ধর্মনগরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মনোনয়ন পেশের সময় সুবিশাল মিছিলে অংশগ্রহণ করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী এরপরই যুবরাজনগর ছুটে যান। সেখান থেকে কৈলাসহর আসেন। জিরানিয়ায় মনোনয়নপত্র জমা দেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং অধ্যক্ষ রতন চক্রবর্তী। মনোনয়ন পেশ করেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেতারা বলেন, বিজেপির জয় শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষামাত্র। বিপুল জনসমর্থন নিয়ে বিজেপি দ্বিতীয়বার রাজ্যে সরকার গঠন করবে। এদিন কংগ্রেসের প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেন ।একই সাথে মনোনয়নপত্র দাখিল করেন তিপ্রা মথা দলের প্রার্থীরাও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন