আগরতলা, ৩১ জানুয়ারি : বর্তমান সরকারের কাজে মানুষ ভীষণ খুশি, তাই প্রত্যেকটি কেন্দ্রেই ভারতীয় জনতা পার্টির জয় সুনিশ্চিত। আজ ৯ বনমালীপুর কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজীব ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে বেড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একথা বলেন, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি বলেন, এই কেন্দ্রের আগের প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময়ে যথেষ্ট উন্নয়নমূলক কাজ হয়েছে, তাতে সবাই খুশি। তাছাড়া বর্তমান প্রার্থী প্রদেশ বিজেপির সভাপতি উনাকে সবাই যেভাবে স্বাগত জানাচ্ছেন তাতে আমরা নিশ্চিত এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে সবাই জয়যুক্ত করবেন।
এর আগে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা তাঁর নিজের এলাকা ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে ৩৪নং ওয়ার্ডের অন্তর্গত ৮, ২৫ এবং ২৬নং বুথে বাড়ি বাড়ি প্রচার করেন। তখন বয়ঃ বৃদ্ধ থেকে শুরু করে পৌর সবাই মুখ্যমন্ত্রী কে দেখে বলতে থাকেন, "আপনাকে আবারো দেখতে চাই"। এদিন বাড়ি বাড়ি ভোট প্রচারের অভিজ্ঞতার কথা ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যত দিন যাচ্ছে তত বিজেপির প্রতি মানুষের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে। আগামী দিন বিজেপির পক্ষে জনসমর্থনের সুনামি হবে। তিনি বলেন, বিরোধীদলের উশৃঙ্খলতার পরিবর্তে সুস্থ পরিবেশে একটা রাজনৈতিক দল হিসেবে ভারতীয় জনতা পার্টিকে মানুষ খুব পছন্দ করছেন। এদিন বাড়ি বাড়ি প্রচারে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মন্ডল সভাপতি সঞ্জয় সাহা, আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিলর তুষার কান্তি ভট্টাচার্য, যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি ভিকি প্রসাদ সহ অন্যান্যরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন