Assembly Elections 2023 : আগরতলার প্রদেশ নির্বাচনী কার্যালয়ে বিজেপির সব প্রার্থীদের নিয়ে বৈঠক - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Assembly Elections 2023 : আগরতলার প্রদেশ নির্বাচনী কার্যালয়ে বিজেপির সব প্রার্থীদের নিয়ে বৈঠক

Share This

 


আগরতলা, ০১ ফেব্রুয়ারি : এবারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ৫০ এর‌ অধিক আসন নিয়ে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে এই লক্ষ্য নিয়েই এগিয়ে চলছে শাসকদল বিজেপি। আজ আগরতলায় প্রদেশ নির্বাচনী কার্যালয়ে নির্বাচনী রূপরেখা ও কার্যপ্রণালী  শীর্ষক এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সহ বিজেপি মনোনীত ৫৫ টি আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।


প্রত্যেকের নির্বাচনী কেন্দ্রে কি কি খামতি রয়েছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কোন কেন্দ্রের প্রচার কি রকম হবে। বর্তমান সরকারের উন্নয়নমূলক কোন দিকগুলো ভোটারদের কাছে নিয়ে যেতে হবে। বিরোধী প্রার্থীদের নির্বাচনের ময়দানে কিভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী ৩রা ফেব্রুয়ারি রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এর প্রচার কর্মসূচি নিয়েও এই বৈঠকে আলোচিত না হয়।  বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য , রাজ্য প্রভারী ডঃ মহেশ শর্মা,  নির্বাচনী প্রভারী ডঃ মহেন্দ্র সিং, দলের উত্তর-পূর্ব রাজ্যের কোর্ডিনেটের সম্বিত পাত্রা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রমুখ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad