Tragic Incident : কংক্রিটের প্রাচীর ভেঙে পড়লো আট বছরের শিশুর মাথায়, হাসপাতালে মৃত্যু - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tragic Incident : কংক্রিটের প্রাচীর ভেঙে পড়লো আট বছরের শিশুর মাথায়, হাসপাতালে মৃত্যু

Share This

 


তেলিয়ামুড়া, ২৫ জানুয়ারি : সরস্বতী পুজোর আনন্দ মাটি করে দিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক শিশুর। ঘটনা বুধবার কল্যাণপুরের পশ্চিম দ্বারিকাপুর পঞ্চায়েতের খাস কল্যাণপুর গ্রামের দেবপাড়ায়। মৃত শিশুটির নাম প্রসেনজিৎ পাল। বয়স মাত্র আট বছর। বন্ধুদের সঙ্গে ছোটাছুটি খেলতে গিয়ে এক সময় একটি নড়বড়ে ইটের দেয়াল তার উপর ভেঙে পড়লে ঘটে এই মর্মান্তিক ঘটনা। মারাত্মক আহত অবস্থায় কল্যাণপুর হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।


জানা গেছে অন্যান্য দিনের মতোই আট বছরের শিশু প্রসেনজিৎ বাড়ির পাশে বন্ধুদের নিয়ে লুকোচুরি খেলছিল।  রেগার নিৰ্মীয়মান একটি ইটের দেয়াল  তার উপর ভেঙ্গে পরে। এতে ওই বালকের মাথায় প্রচন্ড আঘাত লাগে। মুহূর্তেই সে সংজ্ঞাহীন হয়ে যায়। রক্তাক্ত হয়ে লুটিয়ে পরে ঐ প্রাচীরের নীচে। অন্যান্য বন্ধু দের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে প্রাচীরের নীচে থেকে বের করে কল্যানপুর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ডাক্তার দের শত চেষ্টা বিফলে যায়। হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পরে ওই বালক। সরস্বতী পুজোর আগের দিনের এমন  ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।



Crime : ৯ বনমালীনপুর মন্ডলের এসসি মোর্চার সভাপতির উপর প্রাণঘাতী হামলা, নিন্দায় সরব বিজেপি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad