Accident : আগরতলার আরতে পৌঁছানো গেল না সব্জি, পিকাপ ভ্যান উল্টে মৃত্যু ২ ভাইয়ের আহত - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

IMG_20210801_114612

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

demo-image

Accident : আগরতলার আরতে পৌঁছানো গেল না সব্জি, পিকাপ ভ্যান উল্টে মৃত্যু ২ ভাইয়ের আহত

Share This

 


আগরতলা, ২৬ ফেব্রুয়ারি: ভোর রাতে আগরতলার আড়তে সবজি বিক্রি করতে আসার পথে দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের। ঘটনা রবিবার ভোরে সেকেরকোটের দারোগাবাড়ি এলাকায়। মৃত দুই ভাইয়ের নাম প্রসেনজিৎ দাস এবং প্রাণজিত দাস বলে জানা গেছে। দ্রুত গতির ফলে আচমকা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় মারাত্মক এই দুর্ঘটনা বলে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য।


জানা গেছে, বক্সনগর থেকে সব্জি বিক্রি করতে আগরতলার দিকে বোলেরো পিকাপ ভ্যানে করে আসছিলেন প্রসেনজিৎ এবং প্রাণজিৎ দাস নামে দুই ভাই । গাড়িতে ছিলেন চালক সহ মোট ৫ জন । সেকেরকোট দারোগাবাড়িতে আসতেই গাড়ি উল্টে যায়। তাতে দুই ভাই সহ চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুই ভাইকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

 

দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী এক দোকান মালিকের বক্তব্য অনুযায়ী, রাতে দোকানেই ঘুমিয়ে ছিলেন তিনি। হঠাৎ ভোর সোয়া চারটা নাগাদ বিকট আওয়াজ শুনে রাস্তায় বের হন তিনি । দেখতে পান বাজারের বিজেপি পার্টি অফিস সংলগ্ন রাস্তায় একটি পিকাপ ভ্যান উল্টে রয়েছে । তার মধ্যে চাপা পড়ে আছেন বেশ কজন । অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে । খবর দেয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। দমকলের কর্মীরা আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে হাসপাতালে পাঠায়। এর মধ্যে দুই ভাইয়ের মৃত্যু হয়। তবে গাড়ির চালক দুর্ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে বলে অনুমান। পুলিশ একটি দুর্ঘটনার মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে।




CEO Tripura :  ২৭ ও ২৮ ফেব্রুয়ারি দুই দিন ধরে প্রতিটি পোলিং স্টেশনে হবে শান্তি বৈঠক পরে হবে ভোট গণনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Pages