Tripura Assembly Election 2023 : মোট ২৩টি জায়গায় পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ পর্ব শুরু - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tripura Assembly Election 2023 : মোট ২৩টি জায়গায় পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ পর্ব শুরু

Share This

 


আগরতলা, ০৮ ফেব্রুয়ারি :  রাজ্য বিধানসভার নির্বাচন-২০২৩-এর জন্য পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ পর্ব বুধবার থেকে সারা রাজ্যে শুরু হয়েছে। ভোটের কাজের সঙ্গে যুক্ত ভোটকর্মী এবং নিরাপত্তা কর্মী, ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ড্রাইভার সহ ভোটের দিন জরুরি পরিষেবার সাথে যুক্ত কর্মচারিরা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন। এ উপলক্ষে সদর মহকুমার ৮টি বিধানসভা কেন্দ্রের ভোটকর্মীদের আজ শিশুবিহার স্কুলে পোস্টাল ব্যালটে ভোটদান শুরু হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিতো, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, পুলিশ সুপার শঙ্কর দেবনাথ শিশুবিহার স্কুল পরিদর্শন করেন। 

 


পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় সিইও জানান, রাজ্যে মোট ২৩টি জায়গায় আজ থেকে আগামী পাঁচদিন পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ করা হবে। রাজ্যের প্রায় ৪০ হাজার কর্মচারি ও ভোটের কাজে নিযুক্ত কর্মীগণ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য ফর্ম- ১২-তে আবেদন করেন। তিনি ভোটের সঙ্গে যুক্ত যারা এখনও পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেননি এই সময়কালের মধ্যে আবেদন করার আহ্বান জানান যাতে তারাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন।


 


Tripura Assembly Election 2023 : ১৬ ফেব্রুয়ারি সবেতন ছুটি,  মিশন জিরো পোল ভায়োলেন্স সফল করতে দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচন কমিশন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad