G-20 Summit 2023 : জি-২০ বিজ্ঞান সম্মেলনের প্রতিনিধি দল আগরতলায়, বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানে জানানো হলো রাজকীয় অভ্যর্থনা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

G-20 Summit 2023 : জি-২০ বিজ্ঞান সম্মেলনের প্রতিনিধি দল আগরতলায়, বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানে জানানো হলো রাজকীয় অভ্যর্থনা

Share This


 আগরতলা, ০২ এপ্রিল : জি-২০ বিজ্ঞান সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি থেকে এই প্রতিনিধিদল রবিবার দুপুরে এক বিশেষ বিমানে আগরতলায় এসে পৌঁছেছেন। আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী সহ অন্যান্য দপ্তরের পদস্থ আধিকারিকরা। এমবিবি বিমানবন্দরে প্রতিনিধি দলটিকে রাজ্যের ঐতিহ্যময় নৃত্যের ছন্দে ও ঢাকের তালে স্বাগত জানানো হয়। উল্লেখ্য, আগামীকাল ও ৪ এপ্রিল আগরতলায় দু দিনের জি-২০ বিজ্ঞান সন্মেলন অনুষ্ঠিত হবে। এই সন্মেলনের মূল থিম হচ্ছে ‘ক্লিন এনার্জি ফর গ্রীনার ফিউচার' অর্থাৎ ‘সবুজতর ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন বিদ্যুৎ'। প্রতিনিধিদলটি আগামীকাল হাঁপানিয়াস্থিত ইন্টারন্যাশানাল ইন্ডোর এক্সিবিশন সেন্টারে এই সন্মেলনে অংশ নেবেন।


এদিকে আজ সন্ধ্যায় জি-২০ বিজ্ঞান সম্মেলনে যোগ দিতে আসা প্রতিনিধিদলটি আগরতলার লিচুবাগানে এলবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্ক পরিদর্শন করেন। পরিদর্শনের সময় প্রতিনিধিদলটি ওয়ার মেমোরিয়ালে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। আগরতলা পুর পরিষদের কমিশনার ডা. শৈলেশ যাদব প্রতিনিধিদলটিকে আগরতলা শহর ও এলবার্ট এক্কা ওয়ার মেমোরিয়ালের ইতিহাস সম্পর্কে আবহিত করেন। পরে প্রতিনিধিদলটি পার্কে নাগেশ্বর গাছের চারা রোপন করেন। এরপর প্রতিনিধিদলটি কুমারীটিলা লেক ও পার্কের লাইট এন্ড সাউন্ড পরিদর্শন করেন। কুমারীটিলা পার্ক পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা।




এদিন সন্ধ্যায় জি-২০ বিজ্ঞান সন্মেলন উপলক্ষে আগত অতিথিদের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী  ডাঃ মানিক সাহার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার মিলিত হন। আগরতলার শ্যামাপ্রসাদ মুখার্জী লেন স্থিত মুখ্যমন্ত্রীর সরকারি বাংলোতে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এই প্রতিনিধি দলের সাথে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে নিজের সামাজিক মাধ্যমে জানান মুখ্যমন্ত্রী।




আগামীকাল ৩ এপ্রিল সকাল ৯টায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইন্ডোর প্রদর্শনী হলে জি ২০ বিজ্ঞান সামিটের প্রথম সেশন শুরু হবে। এদিন বিকালের সেশনে থাকবে প্রদর্শনী স্টলের উদ্বোধন, সাংবাদিক সম্মেলন এবং ইনভেস্টর মিট। প্রদর্শনীতে ৫৫টি স্টল থাকবে। তাতে রাজ্যের হস্ততাঁত ও হস্তকারু শিল্পের উৎপাদিত পণ্য সামগ্রীর স্টল সহ বিভিন্ন দেশের স্টল প্রদর্শনীর জন্য থাকবে। সোমবার সন্ধ্যায় উজ্জয়ন্ত প্রাসাদে লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শন করবেন। 


জি-২০ বিজ্ঞান সম্মেলনের দ্বিতীয় দিন  ৪ এপ্রিল সকাল সাড়ে ৬টায় অক্সিজেন পার্কে যোগা সেশনের আয়োজন করা হয়েছে। সেখানে জি-২০ দেশের প্রতিনিধিগণ যোগায় অংশগ্রহণ করবেন। সেই লক্ষ্যে অক্সিজেন পার্কের সৌন্দর্যায়ন করা হয়েছে এবং জি-২০ দেশের প্রতিনিধিদের দ্বারা বৃক্ষরোপণের ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়াও ঐদিন জি-২০ দেশের প্রতিনিধিগণ পূর্বাশা, সিপাহীজলা অভয়ারণা এবং নীরমহল পরিদর্শনে যাবেন। সেই লক্ষ্যে ঐ স্থানগুলির সংস্কার ও সৌন্দর্যায়নের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে।



Ujjayanta Palace : ৬ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে লাইট এন্ড সাউন্ড শোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad