বিশালগড়, ২৩ মে : বিশালগড় মহকুমার কৈইয়াঢেপা এলাকায় ফের অবৈধ ভাবে সীমান্ত পারাপারের সময় আটক হয় দুই বাংলাদেশি মহিলা। জানা গেছে এরা এদেশের যশোর জেলার মমতাজ বেগম এবং মিরা খাতুন । সম্পর্কে মা এবং মেয়ে এই দুই মহিলা প্রায় এক বছর যাবৎ বেঙ্গালুরুতে থাকত। তাদের মধ্যে একজন পাসপোর্ট এবং তার ভিসার মেয়াদ উত্তির্ন এবং অপর জনের পাসপোর্ট নেই। তাই তারা বাকা পথে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল বলে প্রাথমিক খবর।
সোমবার বিকেলে বেঙ্গালুরু থেকে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে রেলে করে আগরতলা রেল স্টেশন হয়ে মধুপুর থানাধীন কৈয়াঢেপা এলাকায় পৌছায় এই দুই মহিলা। সীমান্ত পারাপারের আগে স্থানীয় কিছু দুষ্কৃতিকারীদের খপ্পরে পরে যায় তারা। এলাকা সূত্রে খবর সোমবার বিকেল থেকে সীমান্ত লাগোয়া একটি জঙ্গলে রাতভর এই দুই বাংলাদেশি মহিলার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালায় দুষ্কৃতিকারীরা, তাদের শ্লীলতাহানীর চেষ্টাও করা হয়। প্রান বাঁচাতে চিৎকার করায় সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে আসলে স্থানীয় দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মঙ্গলবার বিএসএফ জওয়ানরা দুই বাংলাদেশি মহিলাকে আটক করে। ধৃত মা ও মেয়েকে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মধুপুর থানার পুলিশ তাদের বিরুদ্ধে IPC 468/471/420 এবং পাসপোর্ট আইনে একটি মামলা নথিভূক্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে ।
এদিকে বাড়িতে ঢুকে ২ মহিলা সহ ৪ জনকে প্রহার করার অভিযোগ উঠলো বিএসএফ এর বিরুদ্ধে। ১৫০ বাহিনীর বিএসএফ জওয়ানদের তাণ্ডব চালানোর অভিযোগে কমলাসাগর বিধানসভা এলাকার কোনাবন রাধানগর এলাকায় উত্তেজনা দেখা দেয়। এলাকাবাসীদের অভিযোগ দুই মহিলা সহ চারজনকে বাড়িতে ঢুকে আক্রমণ করে বিএসএফ জওয়ানরা। সোমবার সারা রাত উত্তপ্ত ছিল রাধানগর এলাকা। আহতরা চিকিৎসাধীন মধুপুর স্বাস্থ্য কেন্দ্রে। তবে বিএসএফ'র তরফে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন