সোনামুড়া, ২৫ মে : ভেজা শরীরে বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে মর্মান্তিকভাবে মৃত্যু হল ৫ মাসের অন্তঃসত্ত্বা এক তরুণী গৃহবধূর। ঘটনা বক্সনগরের পুটিয়া গ্ৰামের ৪ নম্বর ওয়ার্ডে। মৃত গৃহবধুর নাম জোৎস্না আক্তার (২৩) বলে জানা গেছে।
ঘটনার বিবরণী প্রকাশ, বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ পুটিয়া ৪ নম্বর ওয়ার্ডের হারুন মিয়ার পুত্রবধূ জোৎস্না আক্তার স্নান করে ভেজা কাপড় নিয়ে উঠুনে আসার পর বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে আসে। পুত্রবধূকে বিদ্যুৎভৃষ্ট হতে দেখে দ্রুত তার কাছে ছুটে যান শ্বশুর হারুন মিয়া। এতে তিনিও বিদ্যুৎস্পষ্ট হন। প্রতিবেশি সাগর মিয়াও চেষ্টা করেন জোৎস্না আক্তারকে বাঁচানোর জন্য। কিন্তু সেও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে এলাকাবাসীরা বুদ্ধিমত্তার সাথে তিনজনকে বিদ্যুতের সংস্পর্শ থেকে কোন মতে রক্ষা করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা গৃহবধূর জোসনা আক্তার কে মৃত বলে ঘোষণা করেন।
মর্মান্তিক এই দুর্ঘটনায় দুজন অল্পের জন্য রক্ষা পেলেও মাত্র পাঁচ মাসের অন্তঃসত্তা গৃহবধুর আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মাত্র ১১ মাস আগে জোৎস্না আক্তারের বিয়ে হয়েছিল। বিয়ের বছর না পেরুতে এই গৃহবধূটির অকাল মৃত্যুতে শোকে কাতর হয়ে পড়েছে গৃহবধুর শ্বশুরবাড়িসহ বাপের বাড়ির প্রিয়জনরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন