New Parliament Building : মোদীর হাত ধরে উদ্বোধন হলো নতুন সংসদ ভবনের, স্পিকারের আসনের পাশে স্থাপন করা হলো স্বর্ণদণ্ড সেঙ্গল - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

New Parliament Building : মোদীর হাত ধরে উদ্বোধন হলো নতুন সংসদ ভবনের, স্পিকারের আসনের পাশে স্থাপন করা হলো স্বর্ণদণ্ড সেঙ্গল

Share This


 নতুন দিল্লি, ২৮ মে : রবিবার উদ্বোধন হলো নয়া সংসদ ভবনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয় নয়া সংসদ ভবনের। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় শাসক-বিরোধী সমস্ত রাজনৈতিক দলকেই। এদিন সবার আগে নতুন সংসদ ভবনে স্বর্ণদণ্ড সেঙ্গল স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পবিত্র বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে সেঙ্গল স্থাপন করা হয়। এর পরেই শুরু হয় উদ্বোধন অনুষ্ঠান। 




নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং  স্পিকার ওম বিড়লা সকালে বিশেষ পুজোয় অংশ নেন এবং সংসদ ভবন নির্মাণকারী কর্মীদেরও সম্মানিত করেন । সকাল ৭টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনে পৌঁছানোর পর অনুষ্ঠান শুরু হয়। তামিলনাড়ুর অধীনাম থেকে পুরোহিতরা সেঙ্গেলকে ফুল দেন। এর পর শুরু হয় যাগ-যজ্ঞ।




অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সেঙ্গেল তুলে দেন অধিনাম দ্রষ্টারা। তিনি সেঙ্গেলের সামনে প্রণাম করেন এবং পবিত্র রাজদণ্ড হাতে নিয়ে তামিলনাড়ুর বিভিন্ন অধীনমের প্রধান পুরোহিতদের কাছ থেকে আশীর্বাদ কামনা করেন। প্রধানমন্ত্রী মোদী তারপর "নদস্বরাম" এর সুর এবং বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে একটি শোভাযাত্রার মাধ্যমে সেঙ্গেলকে নতুন সংসদ ভবনে নিয়ে যান এবং লোকসভা কক্ষে স্পিকারের চেয়ারের ডানদিকে একটি বিশেষ জায়গায় এটি স্থাপন করেন। উল্লেখ্য ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর চিহ্নিত করার জন্য ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু রাজদন্ডটি গ্রহণ করেছিলেন। 


সেঙ্গেল স্থাপনের পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, এস জয়শঙ্কর এবং জিতেন্দ্র সিং, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপি সভাপতি জে পি নাড্ডা। নতুন সংসদ ভবনের উদ্বোধনে অবশ্য ২০টি বিরোধী দল বয়কট করার আহ্বান জানিয়েছিল। তাঁদের দাবি, সংসদের উদ্বোধন করা উচিত ছিল রাষ্ট্রপতির।



NITI AAYOG : নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী,  বর্তমান সরকারের আমলে এগিয়ে চলছে ত্রিপুরা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad