Government of Tripura : ব্যাঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় মৃত যুবকের চিকিৎসার বিল মিটিয়ে দিল রাজ্য সরকার - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Government of Tripura : ব্যাঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় মৃত যুবকের চিকিৎসার বিল মিটিয়ে দিল রাজ্য সরকার

Share This

 


আগরতলা, ১৩ জুন : ব্যাঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় মৃত যুবকের চিকিৎসার বিল মিটিয়ে দিল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সব সময়ই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জনকল্যাণে দায়বদ্ধতার পরিচয় দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার এমনই এক জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার নিদর্শন রাখলো রাজ্য সরকার। সম্প্রতি ব্যাঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় মৃত কৈলাসহরের অঞ্জন সরকারের চিকিৎসার বিল ও দাহক্রিয়া সম্পন্ন করার জন্য আজ রাজ্য সরকার থেকে ৭০ হাজার টাকা মঞ্জুর করা হয়েছে।


 উল্লেখ্য, কৈলাসহরের কিনাইরচর এলাকার বাসিন্দা অরুণ সরকার তার ছেলে অঞ্জন সরকারের চিকিৎসার বিল ও দাহক্রিয়া সম্পন্ন করার জন্য আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। কৈলাসহর মহকুমার মহকুমা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে অরুণ সরকার লিখেছিলেন দুর্বল আর্থিক অবস্থার জন্য তাঁর পক্ষে ছেলের মৃতদেহ বাড়িতে আনার এবং ছেলের চিকিৎসার বিল মিটিয়ে দেওয়ার সামর্থ্য নেই। অরুণ সরকারের আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সাথে সাথেই উদ্যোগ নেন। মুখ্যমন্ত্রী অসহায় অরুণ সরকারের ছেলের চিকিৎসার বিল এবং দাহক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। 

 

মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ রাজ্য সরকার চিকিৎসার বিল ও দাহক্রিয়া সম্পন্ন করার জন্য ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে। সম্প্রতি কৈলাসহরের কিনাইরচর এলাকার অরুণ সরকারের ছেলে অঞ্জন সরকার কর্মসূত্রে ব্যাঙ্গালুরুতে যান। সেখানে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে সেখানকার বাসবনাগুডি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। এই মেডিক্যাল সেন্টারেই চিকিৎসারত অবস্থায় অঞ্জন সরকারের মৃত্যু হয়। আর্থিক অনটনের কারণে প্রয়াত অঞ্জন সরকারের পিতা অরুণ সরকারের পক্ষে হাসপাতালের বিল মিটিয়ে ছেলের মরদেহ নিয়ে আসা সম্ভব ছিল না। তাই তিনি মহকুমা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে সহায়তা চেয়ে আবেদন জানান যাতে মৃত ছেলের মরদেহ তার সহায়তাকারী লিটন শব্দকরের কাছে হস্তান্তর করা হয় এবং দাহক্রিয়াদি সম্পন্ন করার ব্যবস্থা করা হয়। সেই পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকার মৃত অঞ্জন সরকারের চিকিৎসা বাবদ হাসপাতালের বিল ও দাহক্রিয়াদি সম্পন্ন করার জন্য ৭০ হাজার টাকা মঞ্জুর করেছে।


 অন্যদিকে, ব্যাঙ্গালুরু বাসবনাগুডি মেডিক্যাল সেন্টার থেকেও রাজ্য সরকারের কাছে এই বিষয়ে যোগাযোগ করে জানানো হয়েছে যে, রোগীর আর্থিক অস্বচ্ছলতার কথা বিবেচনা করে চিকিৎসা বাবদ মোট খরচের একটা অংশ বাদ দিয়ে ৬০ হাজার টাকা দাবি করা হয়েছে।




Tripura Legislative Assembly : শুরু হল ন্যাশনাল-ই-বিধান অ্যাপ্লিকেশন উপর প্রশিক্ষণ কর্মসূচি, ট্যাব পেলেন সকল মন্ত্রী বিধায়করা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad