TBSE : ৫ জুন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার ফল - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

TBSE : ৫ জুন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার ফল

Share This


 আগরতলা, ০২ জুন : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৩ সালের উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার ফল আগামী ৫ জুন প্রকাশিত হবে। তাছাড়াও এদিন মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফল প্রকাশিত হবে। ঐদিন দুপুর ১২টায় পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। 


ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এক বিবৃতিতে এই সংবাদ জানিয়ে উল্লেখ করা হয়েছে, ৫ জুন দুপুর ১২ টা ৩০ মিনিট থেকে পরীক্ষার্থীরা অন্যান্য বছরের মত এবারও নির্বাচিত ওয়েবসাইটগুলির মাধ্যমে পরীক্ষার ফল জানতে পারবে।  মার্কসিট ও সার্টিফিকেট বিতরণের স্থান ও তারিখ পরে জানানো হবে। 




Mukhyamantri Samipeshu : কিডনি জনিত সমস্যায় অসুস্থ যুবক রূপল মুখ্যমন্ত্রীর বাংলোতেই অচৈতন্য হয়ে পড়লো, চিকিৎসায় এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad