Azadi Ka Amrit Mahotsav : '৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম'-এ অংশগ্রহণকারী সাইক্লিস্টদের সংবর্ধনা প্রদান - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Azadi Ka Amrit Mahotsav : '৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম'-এ অংশগ্রহণকারী সাইক্লিস্টদের সংবর্ধনা প্রদান

Share This

 


আগরতলা, ১৬ জুলাই : আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে গত ১৪ জুলাই রাজ্যের ৭৫টি সীমান্ত গ্রামে সূচনা হয়েছে ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম শীর্ষক কর্মসূচি। এ উপলক্ষে ৭৫ কিলোমিটার দীর্ঘ দুটি বাইসাইকেল র‌্যালি ধলাই জেলার জিওলছড়া থেকে এবং দক্ষিণ ত্রিপুরা জেলার বীরচন্দ্রমনু থেকে আজ সকালে আগরতলায় এসে পৌঁছায়। এই বাইসাইকেল র‍্যালি দুটি গতকাল সকালে ধলাই জেলার জিওলছড়া ও দক্ষিণ ত্রিপুরা জেলার বীরচন্দ্রমনু থেকে যাত্রা শুরু করে। রবিবার সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বাইসাইকেল র‍্যালিতে অংশগ্রহণকারী সাইক্লিস্টদের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। 


এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন, অনুষ্ঠানের মূল লক্ষ্য রাজ্যের মানুষের মধ্যে রাষ্ট্রীয় চেতনাকে পুনরায় জাগ্রত করা। দেশের অখন্ডতা রক্ষায় সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী জনগণের অবদান রয়েছে। তাই কর্মসূচিতে রাজ্যের ৭৫টি সীমান্ত গ্রামকে চিহ্নিত করে দেশাত্মবোধ জাগ্রত করার উদ্দেশ্যে এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।


এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এস বি নাথ। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য, পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা রজত পন্থ ও রাজীব দত্ত, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ। বাইসাইকেল র‌্যালি দুটিতে মোট ১৫০ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। তাদের সকলকে অতিথিগণ রিসা ও স্মারক দিয়ে সংবর্ধিত করেন। সংবর্ধনা অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 




Plastic Mukta Tripura : প্লাস্টিক মুক্ত ত্রিপুরা অভিযানের সূচনায় মুখ্যমন্ত্রী,  একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad