Tripureswari Temple : ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শনে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিদল - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tripureswari Temple : ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শনে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিদল

Share This

 


উদয়পুর, ৩১ জানুয়ারি : ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান ড. অরবিন্দ পানাগরিয়া ও কমিশনের অন্যান্য সদস্যরা আজ মাতাবাড়িতে ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনের সময় কমিশনের প্রতিনিধিদলের সদস্য সদস্যারা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন। ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিদল আজ উদয়পুরে এসে পৌঁছালে তাঁদের স্বাগত জানান জেলাশাসক ও সমাহর্তা তড়িৎ কান্তি চাকমা। 


      ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত ভট্টাচার্য ও অতিরিক্ত জেলাশাসক বিনয়ভূষণ দাস।





Finance Commission : রাজ্যের আর্থিক ব্যবস্থাপনা প্রশংসায় ষোড়শ অর্থ কমিশন, ত্রিপুরার জন্য কেন্দ্রীয় বরাদ্দ ৫০ শতাংশ করার দাবী পেশ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad