Cultural Events : সোনামুড়া মাহকুমা কমিউনিটি হলে অনুষ্ঠিত সিপাহীজলা জেলাভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Cultural Events : সোনামুড়া মাহকুমা কমিউনিটি হলে অনুষ্ঠিত সিপাহীজলা জেলাভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব

Share This


 সোনামুড়া,৩০ জুলাই : সিপাহীজলা জেলাভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব রবিবার সোনামুড়া মহকুমার মাহকুমা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। সিপাহীজলা জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সহকারি সভাধিপতি পিন্টু আইচ, মোহনভোগ ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীবাস ভৌমিক, কাঁঠালিয়া ব্লকের পঞ্চায়েত সমিতির শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি বিন্দু দেবনাথ প্রমুখ। সভাপতিত্ব করেন কাঁঠালিয়া ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুষ্প ভৌমিক দেবনাথ।


উৎসবের উদ্বোধন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতি ভৌমিক বলেন, গুরু বা শিক্ষকরা হচ্ছেন সমাজের পথ প্রদর্শক। তাঁরা সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনামুড়া মহকুমার মহকুমা শাসক মানিকলাল দাস, বৌদ্ধ ধর্মগুরু কে ভিক্ষু, বিশিষ্ট গুরু সুকুমার দেবনাথ বৈষ্ণব প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সিপাহীজলা জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উপঅধিকর্তা পাঞ্চালী দেববর্মা। জেলাভিত্তিক এই গুরু পূর্ণিমা উৎসবে সিপাহীজলা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ২২ জন ধর্মীয় গুরু এবং শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নৃত্য, সংগীত পরিবেশন করে।




Cross Border Crimes : ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির উদ্যোগে ক্রস বর্ডার অর্গেনাইজড ক্রাইমস নিয়ে আলোচনাচক্র অনুষ্ঠিত 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad