National Space Day announcement : ইসরোতে গিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা এবার থেকে ২৩শে অগস্ট পালিত হবে জাতীয় মহাকাশ দিবস - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

National Space Day announcement : ইসরোতে গিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা এবার থেকে ২৩শে অগস্ট পালিত হবে জাতীয় মহাকাশ দিবস

Share This

 


নতুন দিল্লি, ২৬ আগস্ট : এখন থেকে প্রতিবছর ২৩ অগস্ট পালিত হবে জাতীয় মহাকাশ দিবস। শনিবার বেঙ্গালুরুর টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক মিশন কন্ট্রোল কমপ্লেক্স থেকে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দ্রযান ৩-এর সফল অবতরণকে আনুষ্ঠানিক উদযাপন করতেই এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী ।  এদিন বিদেশ সফর থেকে ফিরে সোজা বেঙ্গালুরুতে  নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক মিশন কন্ট্রোল কমপ্লেক্সে যান। সেখানে ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করেন । 


উল্লেখ্য, গত ২৩ অগস্ট সন্ধ্যা পৌনে ছ'টা নাগাদ চাঁদের মাটিতে অবতরণ প্রক্রিয়া শুরু করেছিল চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। চাঁদে পৌঁছাতে ৪০ দিনের মতো লাগে ভারতের মহাকাশযানের। ২৩ অগস্ট ভারতীয় সময়, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে বিক্রম। চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে বিক্রম। প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার কৃতিত্ব দেখালো দেশ।   


ইসরোর বক্তব্য অনুযায়ী, চাঁদের দক্ষিণ মেরুর কাছে ৭০ ডিগ্রি দ্রাঘিমাংশে অবতরণ করে বিক্রম। এই এলাকাটি চাঁদের দক্ষিণ মেরু থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত।  এই বিশেষ জায়গটির নতুন নাম রাখলেন প্রধানমন্ত্রী। এখন থেকে চাঁদের এই জায়গাটা 'শিব শক্তি' নামে পরিচিত হবে। এদিকে এর আগে ২০১৯ সালে যে জায়গয় চন্দ্রযান ২-এর ল্যান্ডার ভেঙে পড়েছিল সেই জায়গার নাম হবে 'তিরঙ্গা'।  


এদিকে গ্রীস থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাবে সরাসরি বেঙ্গালুরুতে গিয়ে মহাকাশবিজ্ঞানীদের সঙ্গে কথা বলেন , সেই প্রসঙ্গে এক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি বলেন ইসরোর বিজ্ঞানীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণও ভারতের সাফল্যের এক গৌরবগাথা হয়ে থাকবে। ২৩ শে আগস্টকে ভারতের ইতিহাসে এক গৌরবময় দিন হিসেবে বর্ণনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী সঠিকভাবেই এই দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেছেন।এর ফলে ভারতের বিজ্ঞানীরা অনুপ্রাণিত হবেন এবং দেশকে সাফল্যের নতুন শিখরে পৌঁছে দেবেন। 




Dental Surgeons : দন্ত চিকিৎসকদের নিয়ে আয়োজিত রাজ্যভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad